ফরিদপুরে ‘জানতে ও জানাতে’ তথ্য মেলার উদ্বোধন

“তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখব” স্লোগানকে ধারণ করে ফরিদপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা। বুধবার (২০ নভেম্বর) বিকেলে শহরের অম্বিকা ময়দানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা।

Nov 21, 2024 - 09:10
 0  3
ফরিদপুরে ‘জানতে ও জানাতে’ তথ্য মেলার উদ্বোধন

ফরিদপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা

“তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখব” স্লোগানকে ধারণ করে ফরিদপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা। বুধবার (২০ নভেম্বর) বিকেলে শহরের অম্বিকা ময়দানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা।

জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় শুরু থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্টলগুলোতে তথ্যসেবা প্রদান এবং তথ্য সংগ্রহ পদ্ধতি সম্পর্কে জানাতে ব্যস্ত ছিলেন কর্মকর্তারা।

মেলার আকর্ষণ হিসেবে রয়েছে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় জেলার সরকারি ও বেসরকারি ২৬টি প্রতিষ্ঠানের স্টল অংশগ্রহণ করেছে।

তথ্য সমৃদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে এই মেলার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow