বাগমারায় সকালে পুড়িয়ে মারার হুমকি দিয়ে রাতে ঘরের পাশে আগুন

জমিজমা নিয়ে বিরোধের জেরে রাজশাহীর বাগমারা উপজেলার মাধাইমুড়ি গ্রামে খড়ের গাদায় আগুন লাগিয়ে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে গণিপুর ইউনিয়নের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে l

Nov 16, 2024 - 08:40
 0  0
বাগমারায় সকালে পুড়িয়ে মারার হুমকি দিয়ে রাতে ঘরের পাশে আগুন
কৃষক পরিবারকে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকির পর রাতে ঘরের পাশে খড়ের গাদায় আগুন দেওয়া হয়। পরে প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা পায় পরিবারটি। আজ শনিবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলার মাধাইমুড়ি গ্রামে l

জমি নিয়ে বিরোধ: রাজশাহীতে প্রতিপক্ষের খড়ের গাদায় আগুন, পুড়িয়ে মারার হুমকি

জমিজমা নিয়ে বিরোধের জেরে রাজশাহীর বাগমারা উপজেলার মাধাইমুড়ি গ্রামে খড়ের গাদায় আগুন লাগিয়ে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে গণিপুর ইউনিয়নের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কী ঘটেছিল?

স্থানীয়দের তথ্যমতে, মাধাইমুড়ি গ্রামের কৃষক ইদ্রিস আলীর সঙ্গে প্রতিবেশী বেলাল উদ্দিনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগেও বেলালের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল।

শুক্রবার সকালে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে বেলাল উদ্দিন ইদ্রিস আলীর পরিবারকে পুড়িয়ে মারার হুমকি দেন। সেই হুমকির পর রাত সাড়ে ১১টার দিকে ইদ্রিসের ঘরের পাশের খড়ের গাদায় আগুন লাগিয়ে দেন বেলাল।

প্রতিবেশীদের ভূমিকা

আগুনের শিখা দেখে প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন। এ সময় বেলাল তাদের আগুন নেভাতে বাধা দেন এবং ইদ্রিসের ঘরের লোকজনকে বেরিয়ে আসতে বলে চিৎকার করতে থাকেন। তিনি চিৎকার করে হুমকি দেন, "বের হলেই তোমাদের আগুনে পুড়িয়ে মারা হবে।"

প্রতিবেশীরা তার হুমকি উপেক্ষা করে আগুন নেভান এবং ইদ্রিসের পরিবারকে নিরাপদে সরিয়ে নেন। তবে বেলাল উদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভুক্তভোগীর অভিযোগ

কৃষক ইদ্রিস আলী বলেন, "সকালের হুমকির পর রাতে এমন ঘটবে, তা আমি বিশ্বাস করতে পারিনি। আরেকটু দেরি হলে আগুন ঘরে ছড়িয়ে পড়ত এবং বড় দুর্ঘটনা ঘটত।"

পরিবারের প্রতিক্রিয়া

বেলাল উদ্দিনের ছেলে হৃদয় হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "বাবা যা করেছেন, তা ভুল। এর আগেও এসব কর্মকাণ্ডের কারণে আমরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। চার মাস কারাভোগের পর তিনি ছাড়া পেয়েছেন।"

পুলিশের বক্তব্য

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) শিহাব হোসেন জানান, "ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow