ব্যাংককে একান্তে সময় কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি রাফসান-জেফার

গত বছর সানিয়া এশার সঙ্গে উপস্থাপক রাফসান সাবাবের বিচ্ছেদের পর থেকেই সঙ্গীতশিল্পী জেফারকে নিয়ে গুঞ্জন উঠেছিল। বলা হয়েছিল, রাফসানের সঙ্গে তাদের বন্ধুত্বের গভীরতাই নাকি বিচ্ছেদের কারণ ছিল। তবে সেই সময় তারা দুজনই এই গুঞ্জনকে মিথ্যা দাবি করেছিলেন।

Nov 21, 2024 - 10:04
 0  1
ব্যাংককে একান্তে সময় কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি রাফসান-জেফার

গত বছর সানিয়া এশার সঙ্গে উপস্থাপক রাফসান সাবাবের বিচ্ছেদের পর থেকেই সঙ্গীতশিল্পী জেফারকে নিয়ে গুঞ্জন উঠেছিল। বলা হয়েছিল, রাফসানের সঙ্গে তাদের বন্ধুত্বের গভীরতাই নাকি বিচ্ছেদের কারণ ছিল। তবে সেই সময় তারা দুজনই এই গুঞ্জনকে মিথ্যা দাবি করেছিলেন।

এবার, রাফসান সাবাব ও জেফারকে ব্যাংককে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাদের সঙ্গে আরও কিছু পরিবারের সদস্য রয়েছেন। দুই তারকা নিজেদের ফেসবুকে পৃথকভাবে ছবি পোস্ট করলেও, তারা আসলে গোপন রাখতে পারেননি।

শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলের বিখ্যাত পেরি পেরি ফুড শপে দুজনকে একসঙ্গে খাবার অর্ডার করতে দেখা যায়। তারা দুজনেই বেশ খোশমেজাজে ছিলেন এবং খাবারের পাশাপাশি কিছুটা সময় একান্তে কাটান। রাফসান গ্রিন শার্ট ও জেফার পশ্চিমা পোশাক পরেছিলেন।

এদিন, তাদের একসঙ্গে কিছু অন্তরঙ্গ ছবি তোলা হয়, তবে নিজের ফেসবুক ওয়ালে শেয়ার না করলেও, প্রবাসী এক বাংলাদেশি ওই ছবি তুলে গণমাধ্যমে পাঠিয়ে দেন।

এদিকে শোবিজ অঙ্গনে অনেকের দাবি, রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন এবং গোপনে তারা বিয়েও করেছেন। তবে, কেউই এখনও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow