“শেষ সময় পাশে থাকতে পারলাম না, কাঁদতে কাঁদতে বললেন রাইমা

গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। স্ত্রী মুনমুন ও কন্যা রাইমা সে সময় দিল্লিতে কাজের প্রয়োজনে ছিলেন এবং শেষ সময়ে ভরত দেববর্মার পাশে উপস্থিত ছিলেন না। তবে, মৃত্যুর সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট মেয়ে রিয়া। বাবার মৃত্যুর খবর পেয়ে দ্রুত কলকাতায় ফিরে আসেন রাইমা।

Nov 20, 2024 - 10:02
 0  1
“শেষ সময় পাশে থাকতে পারলাম না, কাঁদতে কাঁদতে বললেন রাইমা

গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। স্ত্রী মুনমুন ও কন্যা রাইমা সে সময় দিল্লিতে কাজের প্রয়োজনে ছিলেন এবং শেষ সময়ে ভরত দেববর্মার পাশে উপস্থিত ছিলেন না। তবে, মৃত্যুর সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট মেয়ে রিয়া। বাবার মৃত্যুর খবর পেয়ে দ্রুত কলকাতায় ফিরে আসেন রাইমা।

গতকাল সন্ধ্যায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রাইমা ও মুনমুন। মুনমুন আনন্দবাজারকে বলেন, "খবর পেয়ে ছুটে এসেছি। তিনি আমাদের সবার আগলে রাখতেন। আমাদের জীবনটা এখন অনেকটা বদলে যাবে।"

বাবার মৃত্যুতে শোকে বিহ্বল রাইমা সেন অশ্রুসিক্ত চোখে বলেন, "শেষ সময় পাশে থাকতে পারলাম না, বাবাকে খুব মিস করব।"

রাইমা এর আগে এক সাক্ষাৎকারে বাবার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি জানান, "কলকাতায় আমি সবসময় মা-বাবার সঙ্গে থাকি, তাই রাতে বাড়ি ফিরতে দেরি হলে দুবার ভাবি।"

রাইমা কেন বিয়ে করছেন না, এ বিষয়ে বেশ কিছু প্রশ্ন ছিল। প্রাথমিকভাবে তাঁর বাবা ভরত দেববর্মা চেয়েছিলেন রাইমা সংসারী হোক, এবং সে বিষয়টি নিয়ে অনেক দিন চিন্তিতও ছিলেন ভরত, জানিয়েছিলেন রাইমা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow