ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একই স্থানে বিএনপির দুইপক্ষ কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ আদেশ জারি করা হয়।

Nov 20, 2024 - 05:25
 0  1
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একই স্থানে বিএনপির দুইপক্ষ কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ আদেশ জারি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মুনসুর জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই এই আদেশ কার্যকর হয়েছে এবং এটি আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এ সময় উল্লিখিত স্থানে কোনো ধরনের সভা বা সমাবেশ করা যাবে না।

বুধবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হওয়ার কথা ছিল। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। তবে একই স্থানে সম্মেলনবিরোধী অপরপক্ষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করার ঘোষণা দেয়। এই পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এর আগে, সোমবার সম্মেলনবিরোধীরা একটি মিছিল বের করলে প্রতিপক্ষের লোকজন হামলা করে। এতে সংঘর্ষে দুইপক্ষের অন্তত ৫০ জন আহত হন। দুইপক্ষই একই স্থানে কর্মসূচি পালনের বিষয়ে অনড় ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow