অশান্ত মণিপুর পরিদর্শনে যেতে পারলেন না মোদি, চলে গেলেন কুয়েতে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুরের চলমান অশান্তি পরিস্থিতি পরিদর্শন করতে সময় পাচ্ছেন না। একের পর এক সহিংস ঘটনার পরেও তিনি মণিপুর নিয়ে নীরব থাকলেও, বিরোধী দলগুলোর সমালোচনা উপেক্ষা করে তিনি রাষ্ট্রীয় সফরে কুয়েত গিয়েছেন। 

Dec 22, 2024 - 06:04
 0  0
অশান্ত মণিপুর পরিদর্শনে যেতে পারলেন না মোদি, চলে গেলেন কুয়েতে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুরের চলমান অশান্তি পরিস্থিতি পরিদর্শন করতে সময় পাচ্ছেন না। একের পর এক সহিংস ঘটনার পরেও তিনি মণিপুর নিয়ে নীরব থাকলেও, বিরোধী দলগুলোর সমালোচনা উপেক্ষা করে তিনি রাষ্ট্রীয় সফরে কুয়েত গিয়েছেন। 

কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ-এর আমন্ত্রণে মোদির দুদিনের সফরের আজ দ্বিতীয় দিন। এই সফরে ভারত ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর এবং ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।

শনিবার, কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় উপসাগরীয় স্পিক লেবার ক্যাম্প পরিদর্শন করেন মোদি, যেখানে প্রায় দেড় হাজার ভারতীয় প্রবাসী কর্মী কাজ করছেন। ১৯৮১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুয়েত সফর করেছিলেন, তবে তার পর আর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েত সফরে যাননি। মোদির সফরের মাধ্যমে ৪৩ বছর পর কুয়েতের মাটিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখলেন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অরুণকুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, মোদির এই সফর ঐতিহাসিক। এটি দুই দেশের মধ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে ব্যবসা-বাণিজ্য, শিল্প, প্রতিরক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।

কুয়েতের উদ্দেশে রওনা দেওয়ার আগে মোদি জানান, তিনি এই সফর নিয়ে খুবই উচ্ছ্বসিত এবং কুয়েতের যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য আগ্রহী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবর অনুযায়ী, কুয়েতের শীর্ষ ব্যবসায়িক অংশীদারদের মধ্যে ভারত একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। কুয়েতের শ্রমশক্তির প্রায় ৩০ শতাংশ ভারতীয় নাগরিক। এছাড়া, কুয়েত ভারতের অপরিশোধিত তেল সরবরাহকারী দেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে।

এদিকে, মোদির কুয়েত সফর নিয়ে বিরোধী দল কংগ্রেস সমালোচনা করেছে। তারা মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে মোদির নীরবতা তুলে ধরে প্রশ্ন তুলেছে কেন তিনি অশান্ত মণিপুর পরিদর্শনে যাচ্ছেন না। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "মণিপুরের মানুষদের জন্য সময় বের করতে পারছেন না মোদি, অথচ কুয়েতের যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করার সময় তিনি পেয়েছেন।" 

এভাবে, মোদির কুয়েত সফর এবং মণিপুরে তার পরিদর্শনের অভাব দুই দেশ ও রাজনীতির মধ্যে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow