বলিউডে নতুন ধামাকা! অজয়ের ছবিতে নায়কের ভূমিকায় অক্ষয়

ক্যামেরার সামনে অভিনেতার রোল থেকে অনেক আগেই পরিচালকের আসনে বসেছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। ক্যামেরার নেপথ্যের কারিগরি এবং খুঁটিনাটি বিদ্যা তার ভালোই জানা। এর আগে চার-চারটি সিনেমা পরিচালনা করেছেন অজয় দেবগণ। প্রত্যেকটি ছবিতে নিজেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে এবার খানিক ভিন্ন পথেই হাঁটলেন অজয়। তার পরিচালিত সিনেমার মুখ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে।

Nov 17, 2024 - 06:49
 0  3
বলিউডে নতুন ধামাকা! অজয়ের ছবিতে নায়কের ভূমিকায় অক্ষয়

ক্যামেরার সামনে অভিনেতার রোল থেকে অনেক আগেই পরিচালকের আসনে বসেছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। ক্যামেরার নেপথ্যের কারিগরি এবং খুঁটিনাটি বিদ্যা তার ভালোই জানা। এর আগে চার-চারটি সিনেমা পরিচালনা করেছেন অজয় দেবগণ। প্রত্যেকটি ছবিতে নিজেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে এবার খানিক ভিন্ন পথেই হাঁটলেন অজয়। তার পরিচালিত সিনেমার মুখ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে।

খিলাড়ি কুমার যখন বক্স অফিসে ফ্লপের পাহাড়ে ডুবে, ঠিক সেইসময়েই পরিচালক তথা সহকর্মী অজয় দেবগণ ভরসা রাখলেন অক্ষয়ের ওপর। এই প্রথমবার অজয় পরিচালিত ছবির মুখ্যচরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। 

হিন্দুস্থান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চেই শনিবার সন্ধায় এই বড় খবর ঘোষণা করলেন অজয় দেবগণ। তিনি বলেন, আমি আর অক্ষয় একসঙ্গে একটা কাজ করছি। যেখানে পরিচালক এবং অক্ষয়কে দেখা যাবে মুখ্য ভূমিকায়। 

গল্পটা কেমন, অ্যাকশন না কমেডি ঘরানার? সেই প্রশ্নের উত্তরে দুই তারকাই সাফ জানান, ‘এখনই এত বিশদে বলা যাবে না।’ এর আগে ‘ইউ মি অউর হাম’, ‘শিবায়’, ‘রানওয়ে ৩৪’, ‘ভোলা’ চারটি সিনেমার পরিচালনা করেছেন অজয় দেবগণ। 

সম্প্রতি রোহিত শেট্টির তারকাখচিত ‘সিংহম এগেইন’ ছবিতে একফ্রেমে ধরা দিয়েছেন অক্ষয় কুমার এবং অজয় দেবগণ। যে মাল্টিস্টারার সিনেমা বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে। এবার সহ-অভিনেতাকে পাশে বসিয়ে নতুন ছবির খবর দিলেন অজয়। বর্তমানে অক্ষয় ব্যস্ত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবি নিয়ে। এর পরই আগামী বছর শুরু করবেন ‘হেরা ফেরি ৩’ ছবির শুটিং।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow