মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, দুই বন্ধু নিহত
সিরাজগঞ্জের কামারখন্দে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চৌবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একজন।
সিরাজগঞ্জের কামারখন্দে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চৌবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একজন।
নিহত দুজন হলেন বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের খালিদ হোসেন (১৮) ও কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামের সোহাগ হোসাইন (১৭)
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন বন্ধু মিলে চৌবাড়ি গ্রাম থেকে মোটরসাইকেলে বেলকুচি উপজেলার দিকে যাচ্ছিল। একপর্যায়ে চৌবাড়ি মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে তিনজন আহত হন। পরে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে খালিদ ও সোহাগকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক। অন্যজন গুরুতর আহত অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত দুই বন্ধুর লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানান কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান।
What's Your Reaction?