রাজধানীতে বাসের চাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর বংশালে বাসের চাপায় আবুল কালাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রাক পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। আজ রোববার বেলা দেড়টার দিকে বংশাল থানার সামনে মূল সড়কে এই দুর্ঘটনা ঘটে।

Nov 10, 2024 - 09:46
 0  1
রাজধানীতে বাসের চাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর বংশালে বাসের চাপায় আবুল কালাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রাক পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। আজ রোববার বেলা দেড়টার দিকে বংশাল থানার সামনে মূল সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী ইসমাইল হোসেন জানান, সদরঘাটগামী তানজিল পরিবহনের একটি বাসের চাকার নিচে চাপা পড়েন আবুল কালাম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলা ২টার দিকে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসমাইল হোসেন আরও বলেন, স্থানীয়রা তানজিল পরিবহনের বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে, তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow