‘দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে’

আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর তিন মাস পর ঢাকায় একটি কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটি নিজেদের ফেসবুক পোস্টে নেতাকর্মীদের আজকের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Nov 10, 2024 - 09:49
 0  2
‘দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে’

আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর তিন মাস পর ঢাকায় একটি কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটি নিজেদের ফেসবুক পোস্টে নেতাকর্মীদের আজকের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে, এই কর্মসূচি প্রতিহত করতে পাল্টা কর্মসূচি দিয়েছে ছাত্র-জনতা। এই পরিস্থিতিতে জনমনে আতঙ্ক ছড়ানোর মাঝে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং শহীদ তাজ উদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন।

রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, “একটি পরিবার দেশটা ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে।”

তিনি আরও বলেন, “রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের দুই কর্মীকে আটক ও মারধরের একটি প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে আমি এই পোস্ট করছি।”

পোস্টে সোহেল তাজ বলেন, “একটি পরিবার এবং তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংস করে হত্যা, গুম, খুন, নির্যাতন ও নিপীড়ন চালিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, শত শত মানুষকে অন্ধ করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে। দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আওয়ামী লীগ সংগঠনকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে। তারা বিদেশে বসে পাচার করা টাকার পাহাড়ে বসে খেলা দেখছেন।”

উল্লেখ্য, ১০ নভেম্বর শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ গুলিস্তান জিরো পয়েন্টে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও এক জায়গায় গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে। কর্মসূচি ঘোষণার পর শনিবার রাতেই সেখানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow