বসনিয়াকে গোল বন্যায় ভাসালো জার্মানি

বসনিয়াকে গোল বন্যায় ভাসালো জার্মানি। ৭-০ গোলে হারিয়ে, গ্রুপ সেরার তকমা নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে জুলিয়ান নাগলসম্যানের দল।

Nov 17, 2024 - 03:24
 0  0
বসনিয়াকে গোল বন্যায় ভাসালো জার্মানি

বসনিয়াকে গোল বন্যায় ভাসালো জার্মানি। ৭-০ গোলে হারিয়ে, গ্রুপ সেরার তকমা নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে জুলিয়ান নাগলসম্যানের দল।

ম্যাচের শুরুতেই, জার্মানিকে এগিয়ে দেন জামাল মুসিয়ালা। জসুয়া কিমিখের ক্রস বক্সে পেয়ে দারুণ হেডে গোলটি করেন তিনি। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাইনডিন্সট। আক্রমণের ঢেউ তোলা জার্মানির হয়ে ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান হাভার্টজ।

বিরতির ঠিক আগে, পাল্টা আক্রমণে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করে বসনিয়া। এরপর ম্যাচের ৫০ ও ৫৭ মিনিটে স্কোর শিটে নাম লেখান ওয়ার্টজ। একচেটিয়া চাপ ধরে রেখে ৬৬ মিনিটে দুর্দান্ত একটি গোল করেন সানে। কোণঠাসা বসনিয়ার জালে শেষ প্যারেক ঠুকেন ক্লাইনডিন্সট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow