রাজবাড়ীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ, দুটি ট্রেনের রুট পরিবর্তন না করার দাবি

সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশন দিয়ে চলাচল অব্যাহত রাখার দাবিতে স্থানীয় লোকজন রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার রাতে রাজবাড়ী রেলস্টেশনে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করেন তারা।

Nov 3, 2024 - 06:15
Nov 3, 2024 - 06:20
 0  0
রাজবাড়ীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ, দুটি ট্রেনের রুট পরিবর্তন না করার দাবি
দুটি ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। গতকাল শনিবার রাতে রাজবাড়ী রেলস্টেশনে l

সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশন দিয়ে চলাচল অব্যাহত রাখার দাবিতে স্থানীয় লোকজন রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার রাতে রাজবাড়ী রেলস্টেশনে রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করেন তারা।

গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে যাত্রা করা রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুরের ভাঙ্গায় যাচ্ছিল। রাজবাড়ী স্টেশনে পৌঁছানোর পর স্থানীয়রা ট্রেনটি আটকে বিভিন্ন স্লোগান দেন। পরে রাত সাড়ে আটটার দিকে অবরোধকারীরা রেলপথ ছেড়ে দিলে ট্রেনটি ভাঙ্গার উদ্দেশে চলতে থাকে।

বিক্ষোভকারীদের দাবি, খুলনা থেকে ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন দুটি ১৫ নভেম্বর থেকে রাজবাড়ী বypass করে যশোর-নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাবে। এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেন যে, ট্রেনগুলোর রুট পরিবর্তন হলে রাজবাড়ীসহ আশপাশের এলাকার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবেন। তাই তারা রেলপথ অবরোধের মাধ্যমে ট্রেন দুটি পূর্ববর্তী রুটেই চলার দাবি জানান।

বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওছার হোসেন, সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সোনিয়া আক্তার, রাজবাড়ী পৌর যুবদলের সদস্যসচিব গোলাম মহিউদ্দিন, জিয়া সাইবার ফোর্স জেলা কমিটির সাধারণ সম্পাদক লিটন এবং সাংবাদিক এস কে মামুন।

কাওছার হোসেন জানান, তারা জানতে পেরেছেন যে, ১৫ নভেম্বর থেকে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি রাজবাড়ী শহর থেকে প্রত্যাহার করে যশোর-খুলনা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাবে। তিনি বলেন, “আমরা এটিকে কোনোভাবেই হতে দেব না।” আগামীকাল সোমবার সকাল ১০টায় রাজবাড়ী রেলস্টেশনে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানানোর কথাও জানান তিনি।

সোনিয়া আক্তার বলেন, “রাজবাড়ী শহর থেকে ট্রেন ফিরিয়ে নেওয়া হবে না। আমরা নতুন ট্রেন চালুরও দাবি জানিয়ে আসছি। দাবি না মানলে কঠোর আন্দোলনে যাব।”

রাজবাড়ী রেলস্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের রুট পরিবর্তনের বিষয়ে এখনও তাঁদের কাছে কোনো নির্দেশনা আসেনি। রেলপথ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনো লিখিত বা মৌখিক তথ্য জানানো হয়নি।

২০২৩ সালের ১ নভেম্বর রাজবাড়ীর ওপর দিয়ে বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দুটি চলাচল শুরু করে, যা রাজবাড়ীবাসীর জন্য ঢাকায় দ্রুত যাতায়াতের সুযোগ করে দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow