রেলের লিখিত পরীক্ষার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে পিএসসি
বাংলাদেশ রেলওয়ের (উপসহকারী প্রকৌশলী) নন-ক্যাডার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করছে। শিগগিরই এ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গতকাল সোমবার এই সিদ্ধান্তের কথা জানায় পিএসসি।
বাংলাদেশ রেলওয়ের (উপসহকারী প্রকৌশলী) নন-ক্যাডার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করছে। শিগগিরই এ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গতকাল সোমবার এই সিদ্ধান্তের কথা জানায় পিএসসি।
পিএসসি জানায়, নবনিয়োগপ্রাপ্ত কর্ম কমিশনের চেয়ারম্যান ও ৮ জন সদস্য কমিশনের সভায় ৪৪তম, ৪৫তম, ৪৬তম বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহসংক্রান্ত সব বিষয় গুরুত্বসহকারে আলোচনা করা হয়। কমিশন উল্লিখিত পরীক্ষাগুলোর স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করে।
সভায় ৪৪তম বিসিএসে আগের মৌখিক পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নতুন করে এই মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ৪৬তম বিসিএসের ফলাফল আবার দেওয়ার সিদ্ধান্ত নিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
একটি বেসরকারি চ্যানেল সম্প্রতি পিএসসির অধীন অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে পিএসসির কর্মকর্তারা প্রশ্নপত্র ফাঁসে জড়িত বলে অভিযোগ করা হয়।
What's Your Reaction?