বলিউড অভিনেতা নাগা চৈতন্য দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এর আগে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের পর তাদের সম্পর্কের ইতি ঘটে। এবার তিনি নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে।
দক্ষিণী রীতিতে আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই বিয়ের অনুষ্ঠান। বর্তমানে বিয়ের প্রস্তুতি চলছে এবং ধীরে ধীরে সেজে উঠছে আক্কিনেনি পরিবারের অন্নপূর্ণা স্টুডিও। তবে, নাগা চৈতন্যকে বিয়ের আচার অনুষ্ঠান নিয়ে বেশি মাথা ঘামাতে নিষেধ করেছে শোভিতার পরিবার, এমনটি জানিয়েছেন নাগা চৈতন্যর বাবা, বর্ষীয়ান অভিনেতা নার্গাজুন আক্কিনেনি।
হায়দরাবাদের বাঞ্জরা হিলসে অবস্থিত পারিবারিক এই স্টুডিওতেই নাগা-শোভিতার বিয়ের অনুষ্ঠান হবে। তবে, এটি পুরোপুরি শোভিতার পরিবার অনুযায়ী আয়োজন করা হবে এবং বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান হবে তেলেগু রীতিতে। এতে গেস্ট লিস্টে প্রায় ৩০০ জন ঘনিষ্ঠ পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব আমন্ত্রিত থাকবেন। যদিও খুব বড় কোনো আয়োজন হবে না, বরং দুই পরিবারই বিয়ের অনুষ্ঠানটিকে অত্যন্ত ব্যক্তিগত রাখতে চায়।
এদিকে, শোভিতার পরিবার নাগা চৈতন্যকে বিয়ের আচার-অনুষ্ঠান নিয়ে মাথা ঘামাতে নিষেধ করেছে। এ বিষয়ে নাগার্জুন আক্কিনেনি বলেছেন, "ওরা নাগাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে দেয়নি, তারা তাদের মতো করেই বিয়েটা করতে চায়। আমরা খুব নিশ্চিন্ত, বড় কোনো চাপ আমাদের ওপর নেই।" বর্তমানে পুরো আক্কিনেনি পরিবার গোয়ায় অবস্থান করছেন এবং সেখানে একটি চলচ্চিত্র উৎসবে সপরিবারে ছবি তুলতে দেখা গেছে তাদের