‘শ্রমিক অসন্তোষে তিন থেকে ৪০০ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে’

শ্রমিক অসন্তোষে পোশাক খাতে তিন থেকে ৪শ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতছাড়া হয়েছে রফতানি আদেশ। সাংবাদিকদের এই উদ্বেগজনক তথ্য জানিয়েছেন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

Oct 19, 2024 - 09:54
 0  15
‘শ্রমিক অসন্তোষে তিন থেকে ৪০০ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে’

শ্রমিক অসন্তোষে পোশাক খাতে তিন থেকে ৪শ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতছাড়া হয়েছে রফতানি আদেশ। সাংবাদিকদের এই উদ্বেগজনক তথ্য জানিয়েছেন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

তিনি জানান, প্রতিযোগী দেশের তুলনায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাজারে চীন, ভারত, পাকিস্তান, কম্বোডিয়া ও ভিয়েতনামের রফতানি বাড়লেও বাংলাদেশের কমেছে। তার দাবি- ব্যাংক খাত সংস্কারের ফলে শিল্পের উপর যেন নেতিবাচক প্রভাব না পড়ে। সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি।

বিজিএমইএ’র সভাপতি বলেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে হবে। বলেন, ঝুটসহ অন্যান্য রিসাইকেলিং উপযোগী বর্জ্য অপসারণকে বাইরের প্রভাবমুক্ত রাখতে হবে।

প্রণোদনা পুর্নবহালের দাবি জানিয়ে পোশাক খাতের উদ্যোক্তারা বলেন, শিল্পে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা প্রয়োজন। জানান, সেপ্টেম্বরের বেতন-ভাতা পরিশোধের লক্ষ্যে ৩৯টি কারখানাকে সুদবিহীন ঋণ প্রদানের জন্যে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow