সালমানের হাতে কেন থাকে নীল ব্রেসলেট? জানা গেল রহস্য

বলিউড সুপারস্টার সালমান খান মানে হাতে থাকবে নীল আকাশী রঙের একটি ব্রেসলেট। নায়কের অনেক ভক্ত তাকে অনুসরণ করে তা পরেও থাকেন। তবে এই ব্রেসলেটের রহস্য অনেকেই হয়তো জানেন না। কেন ভাইজান এই অলঙ্কার পরে থাকেন?

Oct 19, 2024 - 09:42
 0  23
সালমানের হাতে কেন থাকে নীল ব্রেসলেট? জানা গেল রহস্য

বলিউড সুপারস্টার সালমান খান মানে হাতে থাকবে নীল আকাশী রঙের একটি ব্রেসলেট। নায়কের অনেক ভক্ত তাকে অনুসরণ করে তা পরেও থাকেন। তবে এই ব্রেসলেটের রহস্য অনেকেই হয়তো জানেন না। কেন ভাইজান এই অলঙ্কার পরে থাকেন?

রূপার তৈরি এই ব্রেসলেটখানা সবসময় সালমানে হাতে দেখা যায়। সে তিনি বাড়িতে থাকুন আর কিংবা বাইরে। নিজের থেকে কখনোই নাকি এটিকে আলাদা করতে চান না এই বলি তারকা। তবে কখনও কখনও সিনেমায় চরিত্রের প্রয়োজনে সাময়িক সময়ের জন্য খুলে রাখতে হয় তাকে।

এ ব্যাপারে সালমান একবার জানিয়েছিলেন, তার বাবা সেলিম খানের কাছেও একই ব্রেসলেট ছিল। সেলিম সব সময় সেটি পরে থাকতেন। পরে অভিনেতা সেই ব্রেসলেট বাবার থেকে নিয়ে পরতে শুরু করেন। তবে ব্রেসলেটটি তিনি তখন পরে থাকতেন ফ্যাশনের জন্য।

সালমান বলেন, আমার বাবা সব সময় এটা পরতেন। আমি যখন বড় হচ্ছিলাম তখন আমিও এটা পরতে শুরু করি। আমার হাতে ব্রেসলিটটি মানাত খুব। যেমন বাচ্চারা খেলনা নিয়ে খেলে আমিও ব্রেসলেট নিয়ে খেলতাম।

অভিনেতা আরও জানান, এরপর যখন তিনি বলিউডে পা দেন, তখন তার বাবা সেলিম একই রকম একটি ব্রেসলেট তাকেও এনে দেন।

একবার এক বিদেশি সাংবাদিকদের কাছে সালমান আরও বলছিলেন, আমার ব্রেসলেটের মধ্যে এই যে পাথরটা দেখছেন, একে ফিরোজা বলে। এ ধরনের জীবন্ত পাথর দু’টি রয়েছে। একটা হলো গ্রিক আর একটা ফিরোজা।

নিজের ডান হাতের ব্রেসলেটটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন ভাইজান। তার দাবি, সমস্ত নেতিবাচক মনোভাব বুঝে নেয় ফিরোজা। পাশাপাশি দাবি করেছিলেন, প্রত্যেক বার অশুভ কিছুর মুখোমুখি হলে তা নাকি ফিরোজা বুঝতে পেরে যায়।

তিনি বলেন, নেতিবাচক কোনো কিছু আমার দিকে ধেয়ে এলে এই পাথর তা আটকে দেয়। পাথরের শিরায় সেই অশুভ শক্তিকে শুষে নেয় ফিরোজা। সে কারণেই তাতে চিড় ধরে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow