সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান বিএনপির

কোন বাহানা নয়, সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনে তারিখ ঘোষণা দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, বর্তমানে এই সরকারের অন্য কোনো সমস্যা নেই। ভোটের রোডম্যাপ তৈরি করেন। এই কাজ করলে জাতি আপনাদের স্মরণ করবে।

Oct 17, 2024 - 08:28
 0  47
সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান বিএনপির

কোন বাহানা নয়, সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনে তারিখ ঘোষণা দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, বর্তমানে এই সরকারের অন্য কোনো সমস্যা নেই। ভোটের রোডম্যাপ তৈরি করেন। এই কাজ করলে জাতি আপনাদের স্মরণ করবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি নেতারা।

আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু বলেন, একটা দেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে এমন নজির আর কোন দেশে নাই। সেনাপ্রধাান বলেছিলো তাদের আশ্রয় দেয়া ছাড়া রক্ষার করা যেতো না। সেনাপ্রধান ৬৬ জনের বেশি যাদের আশ্রয় দিয়েছিলেন তারা কারা? তাদের নাম সেনাপ্রধানকে জাতির সামনে তুলে ধরতে হবে ।

নেতারা বলেন, শেখ হাসিনা জনগণের অধিকার হরণ করায় এক কাপড়ে তাকে বিতাড়িত হতে হয়েছে। এই থেকে প্রমান হয় বাংলাদেশের মানুষ অন্যায় সহ্য করে না। এছাড়া দুই একটা বিচ্ছিন্ন ঘটনায় বিএনপিকে বিচার না করার আহ্বানও জানান নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow