সাবেক অতিরিক্ত সচিব আমজাদ ও তাঁর পুত্র আটক

রাজধানীর উত্তরা এলাকায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের বাসা থেকে বিদেশি মুদ্রাসহ কোটি টাকারও বেশি অর্থ জব্দ করা হয়েছে।

Nov 4, 2024 - 04:19
 0  0
সাবেক অতিরিক্ত সচিব আমজাদ ও তাঁর পুত্র আটক

রাজধানীর উত্তরা এলাকায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের বাসা থেকে বিদেশি মুদ্রাসহ কোটি টাকারও বেশি অর্থ জব্দ করা হয়েছে।

রোববার রাতে যৌথবাহিনীর অভিযানে নগদ ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, বেশ কিছু বিদেশি মুদ্রা, ১১টি আইফোন এবং বিভিন্ন ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি উদ্ধার করা হয়।

অভিযানটি শুরু হয় রোববার রাত ১০টায়, উত্তরা সেক্টর ১১-এর ৩৩ নম্বর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে। চার ঘণ্টার অভিযানে আমজাদ ও তাঁর পুত্রকে আটক করা হয়।

আমজাদ হোসেন ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন এবং এরপর তিনি অবসর নেন। তাঁর গ্রামের বাড়ি গাজীপুর সদরে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow