সাবেক এমপি রউফ ফের জেলগেট থেকে গ্রেফতার

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাবেক এমপি আব্দুর রউফকে জেলগেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাত ৭টার দিকে তিনি জামিনে মুক্তি পাওয়ার পর নতুন একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। কুষ্টিয়া শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট আন্দোলনকারী বাবুকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও মারপিট করে হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

Nov 7, 2024 - 05:17
 0  1
সাবেক এমপি রউফ ফের জেলগেট থেকে গ্রেফতার

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাবেক এমপি আব্দুর রউফকে জেলগেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাত ৭টার দিকে তিনি জামিনে মুক্তি পাওয়ার পর নতুন একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। কুষ্টিয়া শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট আন্দোলনকারী বাবুকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও মারপিট করে হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ১ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে রাজধানীর মিরপুর থেকে আব্দুর রউফকে গ্রেফতার করা হয়েছিল। তিনি বিএনপির কর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার হয়ে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দি ছিলেন।

বুধবার বিকালে কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতে তার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৪ আসন থেকে জয়লাভ করেন আওয়ামী লীগের নেতা আব্দুর রউফ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, "আব্দুর রউফকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট বাবুকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও মারপিট করে হত্যা করা হয়। এ ঘটনায় রাইসুল হক বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত ৪০-৫০ জন আসামি করা হয়েছে। নিহত বাবু কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের নওশের আলীর ছেলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow