অজ্ঞান করে যৌন হয়রানির চেষ্টা, যে কাণ্ড করেন রেশমির মা

বিনোদন জগতের পরিচিত মুখ, জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়ালের অভিনেত্রী রেশমি দেশাই। ছোটপর্দায় তার অভিনয় যাত্রা শুরু হওয়ার পর বলিউডেও সফল ক্যারিয়ার গড়েছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে অনেক চড়াই-উতরাই পেরিয়ে এসেছেন এই অভিনেত্রী।

Nov 14, 2024 - 06:07
 0  4
অজ্ঞান করে যৌন হয়রানির চেষ্টা, যে কাণ্ড করেন রেশমির মা

বিনোদন জগতের পরিচিত মুখ, জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়ালের অভিনেত্রী রেশমি দেশাই। ছোটপর্দায় তার অভিনয় যাত্রা শুরু হওয়ার পর বলিউডেও সফল ক্যারিয়ার গড়েছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে অনেক চড়াই-উতরাই পেরিয়ে এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রেশমি দেশাই শেয়ার করেছেন তার ক্যারিয়ারের শুরুতে ঘটে যাওয়া কিছু অস্বস্তিকর ঘটনা। তিনি জানান, কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি, এমনকি ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে থাপ্পড় মেরেছিলেন তার মা।

রেশমি বলেন, “একবার আমাকে অডিশনের জন্য ডাকা হয়েছিল। তখন আমার বয়স ১৬। আমি সেখানে গেলে, এক ব্যক্তি আমাকে অচেতন করার চেষ্টা করেছিলেন, যা আমাকে খুব অস্বস্তিতে ফেলেছিল। এরপর আমি দ্রুত সেখানে থেকে বেরিয়ে আসি।”

অভিনেত্রী আরও বলেন, “কিছু সময় পর আমি পুরো বিষয়টি আমার মাকে জানাই। পরের দিন মাকে সঙ্গে নিয়ে সেই ব্যক্তির কাছে গিয়েছিলাম। আমার মা তাকে শিক্ষা দেওয়ার জন্য কড়া হাতে থাপ্পড় মেরেছিলেন।”

রেশমি জানান, “কাস্টিং কাউচ সত্যিই একটি বাস্তব ঘটনা, কিন্তু প্রতিটি ইন্ডাস্ট্রিতে ভালো এবং খারাপ মানুষ দুটোই থাকে। আমি ক্যারিয়ারে অনেক ভালো মানুষকে পেয়েছি, তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ।”

রেশমি দেশাই ২০০২ সালে আসাম ভাষার একটি সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। এরপর ভোজপুরি সিনেমায় কাজ করেন তিনি এবং ২০০৪ সালে ‘ইয়ে লামহে জুদাই হ্যা’ সিনেমার মাধ্যমে বলিউডে তার যাত্রা শুরু হয়। এতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শাহরুখ খান এবং রাভিনা ট্যান্ডন। তার পরবর্তী ক্যারিয়ারও ছিল সফল, প্রায় ত্রিশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

২০০৬ সালে ‘রাভন’ ধারাবাহিকের মাধ্যমে টিভি জগতে পা রাখেন রেশমি। তারপর তিনি খ্যাতি পান বিভিন্ন টিভি সিরিজে অভিনয় করে, যেমন— ‘উত্তরণ’, ‘দিল সে দিল তাক’, ‘নাগিন’ প্রভৃতি। ব্যক্তিগত জীবনে ২০১২ সালে ‘উত্তরণ’ ধারাবাহিকের সহ-অভিনেতা নন্দিশ সান্ধুকে বিয়ে করেন রেশমি, তবে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তারপর থেকে তিনি সিঙ্গেল জীবন কাটাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow