পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানালেন কমালা হ্যারিস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন কমলা হ্যারিস। বুধবার (৬ নভেম্বর) সিবিএস নিউজের বরাতে বিবিসি জানায়, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্পকে ফোন করে এই অভিনন্দন জানান।

Nov 7, 2024 - 04:34
 0  4
পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানালেন কমালা হ্যারিস
ডোনাল্ড ট্রাম্প ও কমালা হ্যারিস। (ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন কমলা হ্যারিস। বুধবার (৬ নভেম্বর) সিবিএস নিউজের বরাতে বিবিসি জানায়, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্পকে ফোন করে এই অভিনন্দন জানান।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে পরাজয় মেনে নিয়ে কমলা হ্যারিস ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা করেছেন। এ সময় তিনি ট্রাম্পকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আহ্বান জানান।

মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যমতে, ৫৩৮ ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ট্রাম্প এখন পর্যন্ত ২৯২টি ভোট পেয়েছেন, আর কমলা হ্যারিসের ভোট সংখ্যা ২২৪। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ২৭০ ভোট প্রয়োজন হয়।

নির্বাচনী প্রচারণায় ট্রাম্প এবং কমলা কেউই একে অপরকে ছেড়ে কথা বলেননি। বিভিন্ন আক্রমণাত্মক বক্তব্য দিয়ে একে অপরকে হেয় করার চেষ্টা করেছিলেন তারা। প্রচারণায় ট্রাম্পকে 'ফ্যাসিস্ট' হিসেবে অভিহিত করেছিলেন কমলা, আর ট্রাম্প কমলার মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে মার্কিন জনগণ শেষ পর্যন্ত ট্রাম্পকেই আবারো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন।

প্রথা অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রতি চার বছর পর নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়, এবং নির্বাচিত প্রেসিডেন্ট ২০ জানুয়ারি শপথ নেন। সেই ধারায়, ২০২৫ সালের ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ মেয়াদে দায়িত্ব পালন শুরু করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow