‘ভারত-পাকিস্তানে কোনো টুর্নামেন্ট নয়’

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা থাকলেও পাকিস্তানের মাটিতে টুর্নামেন্ট আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্বে বেকায়দায় পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখনো টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করতে পারেনি সংস্থাটি।

Nov 14, 2024 - 04:07
 0  2
‘ভারত-পাকিস্তানে কোনো টুর্নামেন্ট নয়’

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা থাকলেও পাকিস্তানের মাটিতে টুর্নামেন্ট আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্বে বেকায়দায় পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখনো টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করতে পারেনি সংস্থাটি।

রশিদ লতিফের মন্তব্য

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, দুই দেশের দ্বন্দ্ব মেটার আগে পাকিস্তান বা ভারতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা উচিত নয়। তিনি বলেন, "যতদিন ভারত-পাকিস্তান নিজেদের সমস্যার সমাধান না করে, ততদিন আইসিসির উচিত এ দুই দেশে কোনো ক্রিকেট আয়োজন না করা।"

ভারতের আপত্তি

ভারত জানিয়েছে, তারা পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না। তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে হবে। পাকিস্তান এই প্রস্তাব মেনে নেয়নি। পাকিস্তানের বক্তব্য, "বাকি ছয় দলের যদি পাকিস্তানে খেলতে সমস্যা না হয়, তাহলে ভারতের সমস্যা কোথায়? প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে।"

ভারত তাদের সিদ্ধান্তে অনড়। ইতোমধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে খেলবে না। বিষয়টি নিয়ে পাকিস্তানের ক্রিকেট মহলে এবং সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রশিদ লতিফের কঠোর অবস্থান

রশিদ লতিফ বলেন, "পাকিস্তান যদি চায়, তবে ভারতের সঙ্গে খেলা পুরোপুরি বন্ধ করে দিতে পারে। আমার হাতে ক্ষমতা থাকলে, আমি এটাই করতাম। কেউ যদি আমাদের দেশে খেলতে না চায়, তাহলে তাদের সঙ্গে খেলার কোনো প্রয়োজন নেই। বিসিসিআইয়ের বিরুদ্ধে লড়াই করতাম।"

আইসিসিকে সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়ে লতিফ বলেন, "ভারত-পাকিস্তানের আয়োজন স্বত্ব স্থগিত করা উচিত। যতদিন না তাদের মধ্যে সমাধান আসে, ততদিন নিষেধাজ্ঞা দেওয়া উচিত। কিন্তু আইসিসিতে ভারত ও পাকিস্তানের শক্তিশালী অবস্থানের কারণে বিষয়টি সম্ভব হচ্ছে না।"

বিসিসিআইয়ের সমালোচনা

লতিফ পুরো পরিস্থিতির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-কে দায়ী করেছেন। তিনি বলেন, "বিসিসিআই যে কারণ দেখাচ্ছে, তা খুব দুর্বল। যদি নিরাপত্তা নিয়ে সমস্যা থাকে, সেটা স্পষ্টভাবে বলতে পারত। অথচ আইসিসির নিরাপত্তা দল ইতোমধ্যে পাকিস্তানের টুর্নামেন্ট আয়োজন নিয়ে সবুজ সংকেত দিয়েছে।"

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে এই অচলাবস্থা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow