পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল আগের মতোই স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচল আবারও শুরু হয়।

Dec 23, 2024 - 05:38
 0  1
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল আগের মতোই স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচল আবারও শুরু হয়।

এর আগে রোববার রাত ১২টার দিকে কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচলে বাধা সৃষ্টি হয়। ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢাকা পড়লে, নৌপথের মার্কিং বাতি দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।  

কুয়াশার কারণে দৌলতদিয়া ঘাটে দুটি ফেরি লোড অবস্থায় দাঁড়িয়ে থাকে, যার ফলে যাত্রী ও যানবাহন চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং দুর্ভোগে পড়েন তারা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, "কুয়াশার ঘনত্ব কমে আসার পর সকাল ৭টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল দুর্ঘটনা এড়াতে। বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি এই নৌপথে চলাচল করছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow