মারা গেছেন জিম ক্যারির বোন রিটা ক্যারি

হলিউড তারকা অভিনেতা জিম ক্যারির বোন রিটা ক্যারি মারা গেছেন। তার মৃত্যুতে ক্যারি পরিবারের পাশাপাশি গোটা বিনোদন দুনিয়ায় শোকের ছায়ায় শোকস্তব্ধ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। 

Nov 16, 2024 - 09:48
 0  2
মারা গেছেন জিম ক্যারির বোন রিটা ক্যারি

হলিউড তারকা অভিনেতা জিম ক্যারির বোন রিটা ক্যারি মারা গেছেন। তার মৃত্যুতে ক্যারি পরিবারের পাশাপাশি গোটা বিনোদন দুনিয়ায় শোকের ছায়ায় শোকস্তব্ধ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। 

গত ১৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রিটা। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্বামী অ্যালেক্স। অ্যালেক্স ও রিটার ১৬ বছরের দাম্পত্য জীবন। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন তিনি।

অ্যালেক্স তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘রিটা আমার প্রিয়তম বন্ধু ছিল, আমার প্রেমিকা, আমার সুন্দরী স্ত্রী। অত্যন্ত ভালো মনের মানুষ এবং সবসময় সবাইকে সাহায্য করতে চাইত, এমনকি একেবারে অচেনা লোকজনদেরও।’ 

তিনি আরও লেখেন, ‘সবাই জানেন বড়দিন রিটার প্রিয় সময় ছিল। আসলে সেটাই ওর প্রতিদান ছিল। একটা ফান্ডরেজ়ার শুরু করেছিল স্থানীয় সমাজসেবী সংগঠনকে সাহায্য করার জন্য। রিটার সঙ্গে সফরটা ছিল দুর্দান্ত, আনন্দের। প্রতি মুহূর্তে সকলের মনে আনন্দের সঞ্চার করত। এমন দারুণ প্রতিভাবান মহিলাকে আমি কোনো দিনও ভুলব না। গুডবাই আমার প্রেমিকা। বিদায় বন্ধু। আবার দেখা হবে কখনও।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow