মেসি ফিরছেন বার্সায়, দেখা হবে ফন গালের সঙ্গেও

মেসি বার্সেলোনা ছাড়ার পরও কি কখনো তার হৃদয়ে প্রশ্ন জেগেছিল, প্রিয় ক্লাবটিকে বিদায় জানাতে হবে তাকে? ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর থেকে মেসি আর ফেরেননি। যদিও মাঝে মাঝে গুঞ্জন ছিল যে পিএসজি অধ্যায় শেষ হলে মেসি হয়তো ফিরবেন পুরোনো ঠিকানায়। তবে সেটা আর হয়নি। তবে এবার মেসি ফিরছেন, তবে এক ভিন্ন পরিস্থিতিতে।

Nov 23, 2024 - 05:15
 0  2
মেসি ফিরছেন বার্সায়, দেখা হবে ফন গালের সঙ্গেও

মেসি বার্সেলোনা ছাড়ার পরও কি কখনো তার হৃদয়ে প্রশ্ন জেগেছিল, প্রিয় ক্লাবটিকে বিদায় জানাতে হবে তাকে? ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর থেকে মেসি আর ফেরেননি। যদিও মাঝে মাঝে গুঞ্জন ছিল যে পিএসজি অধ্যায় শেষ হলে মেসি হয়তো ফিরবেন পুরোনো ঠিকানায়। তবে সেটা আর হয়নি। তবে এবার মেসি ফিরছেন, তবে এক ভিন্ন পরিস্থিতিতে।

মেসি ফিরে আসছেন তার প্রিয় ন্যু ক্যাম্পে, তবে এবার সেই ফিরে আসাটা অন্যরকম। হৃদয় ভেঙে বার্সাকে বিদায় বলার পর, মেসি এবার ফিরছেন ক্লাবটির ১২৫তম বর্ষপূতি উদযাপন উপলক্ষে। এই বিশেষ আয়োজনে মেসি সহ আমন্ত্রণ পেয়েছেন ক্লাবটির বহু কিংবদন্তি।

এই অনুষ্ঠানে মেসির দেখা হতে পারে ক্লাবটির সাবেক কোচ লুই ফন গালের সঙ্গে, যিনি ২০১৪ বিশ্বকাপে তিক্ত অভিজ্ঞতায় জড়িয়েছিলেন মেসির সঙ্গে। ওই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে গোলের পর মেসি দুই হাত কানের পেছনে রেখে উদযাপন করেছিলেন ফন গালের সামনে, যা ছিল তার প্রতি ক্ষোভের প্রকাশ। তবে সেই ক্ষোভ মুছে কীভাবে এক হন তারা, সেটিও দেখা যাবে এই অনুষ্ঠানে।

কাতালুনিয়ার রেডিও "টট কোস্টা" জানিয়েছে, বার্সেলোনা ছাড়ার পর পুরনো তিক্ততা ভুলে ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা ব্যক্তিগতভাবে মেসিকে ১২৫তম বর্ষপূর্তির দাওয়াত দিয়েছেন। ২৯ নভেম্বর প্রেস্টিজিয়াস লিসেও থিয়েটারে বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, পেপ গার্দিওলাসহ আরও অনেক রথী মহারথী উপস্থিত থাকবেন।

সূত্রের দাবি, এই বিশেষ অনুষ্ঠানে মেসি শুধুমাত্র আমন্ত্রিত অতিথি নন, তিনি বর্ষপূর্তি উদযাপনের একটি অংশ হিসেবে সক্রিয় দায়িত্ব পালন করবেন। বার্সেলোনা এই অনুষ্ঠানের আগে নিজেদের থিম সং প্রস্তুত করতে চায়, এবং তিনটি গান চূড়ান্ত তালিকায় রয়েছে। গানগুলো ইতোমধ্যে মেসিকে শোনানো হয়েছে, তবে মেসি নিজের পছন্দের ভোট দেননি। দর্শকদের ভোটে গানের নির্বাচিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow