পাকিস্তানের প্রস্তাবে আপত্তি ভারতের

সময় যত এগোচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তা যেন ততই ঘনীভূত হচ্ছে। ভারত-পাকিস্তান পাল্টা পাল্টি একে অন্যকে প্রস্তাব দিচ্ছে। তবে সমাধান আসছে না কিছুতেই। এতে করে বেকায়দায় পড়েছে আইসিসি। এবার ফের বেকায়দায় আইসিসি। সবশেষ মিটিংয়ে পাকিস্তান যে প্রস্তাব জানিয়েছে তাতে আপত্তি আছে ভারতের।

Dec 3, 2024 - 10:18
 0  3
পাকিস্তানের প্রস্তাবে আপত্তি ভারতের

সময় যত এগোচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তা যেন ততই ঘনীভূত হচ্ছে। ভারত-পাকিস্তান পাল্টা পাল্টি একে অন্যকে প্রস্তাব দিচ্ছে। তবে সমাধান আসছে না কিছুতেই। এতে করে বেকায়দায় পড়েছে আইসিসি। এবার ফের বেকায়দায় আইসিসি। সবশেষ মিটিংয়ে পাকিস্তান যে প্রস্তাব জানিয়েছে তাতে আপত্তি আছে ভারতের।

গত শুক্রবার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে জরুরী মিটিং হয়। তবে সেই মিটিংয়ের স্থায়িত্ব ছিল মাত্র ১৫ মিনিট। যেখানে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ভারত-পাকিস্তান। ভারত তার দাবিতে অনড়। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করবে না তারা। তাদের চাওয়া নিজেদের ম্যাচগুলো হাইব্রিড মডেলে পাকিস্তানের বাইরে খেলা।

সবশেষ মিটিংয়ে ভারতের এই প্রস্তাব মেনে নিয়েছে পাকিস্তান। তবে এর সঙ্গে একটি সর্ত জুড়ে দিয়েছে তারা। আগামীতে আইসিসির কোনো ইভেন্টে অংশ নিতে তারাও ভারতে যাবে না। ভারতের মতো তাদেরও চাওয়া তাদের ম্যাচগুলো যেন অন্য কোথায় আয়োজন করা হয়। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে হতে পারে ম্যাচগুলো। প্রয়োজনে পাকিস্তানের মতো, ভারতকেও গ্রুপপর্ব এমনকি সেমি ও ফাইনাল খেলতে হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

পাকিস্তানের এই প্রস্তাবটিই মানতে নারাজ ভারত। যে কারণে ওই মিটিংয়ে বাড়তি সময় চেয়েছে তারা। যেই মিটিংটি আগামী বৃহস্পতিবার হওয়ার কথা রয়েছে। যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। নয়তো এই টুর্নামেন্টের ভবিষ্যৎ আরও ঝুলে যেতে পারে।

এ ব্যাপারে পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘আমরা একটি ন্যায্য সমাধান উপস্থাপন করেছি। ভারত এটা না মানলে ভবিষ্যতে আমাদের দল সেখানে পাঠানোর আশা করা যায় না। যদি ভারতে আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হয়, তাদের দলকেও সমতা নিশ্চিত করে ফাইনাল বা মূল ম্যাচ খেলতে হবে দুবাইতে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow