রাজধানীতে সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রতিবাদ বিক্ষোভ

Nov 20, 2024 - 10:11
Nov 20, 2024 - 10:12
 0  4
রাজধানীতে সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রতিবাদ বিক্ষোভ

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হলে, রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে প্রতিবাদে নেমে আসেন রিকশাচালকরা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভ এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিণত হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ।

ওসি জানান, দয়াগঞ্জ মোড়ে ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি চেয়ে রিকশাচালকরা সড়ক অবরোধ করেন, যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ তাদের সড়ক ছাড়তে অনুরোধ করলে, তারা উল্টো পুলিশের ওপর আক্রমণ করেন। এতে দুই পুলিশ সদস্য আহত হন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে (বেলা ১টা) পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার হাইকোর্ট ঢাকার মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয়। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চ এই আদেশ দেন এবং সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।

ঢাকার দুই সিটি করপোরেশন এবং পুলিশ বেশ কয়েকবার অভিযান চালালেও, অবৈধ এই বাহন এখনও বন্ধ হয়নি। বর্তমানে রাজধানীতে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে, যার মধ্যে বড় একটি অংশই ব্যাটারিচালিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow