সাতক্ষীরায় ট্রাক চাপায় ৩ জন নিহত
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা মোড়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে ট্রাকের চাপায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সাতক্ষীরায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা মোড়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে ট্রাকের চাপায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা থানার কীর্তিপুর গ্রামের আজিজুর রহমান (২৮), তালার জেঠুয়া গ্রামের শামসুর রহমানের ছেলে আছাদুল ফকির (৫৫) এবং সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে সেলিম (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ভাড়ায় চালানো একটি মোটরসাইকেলে দুই যাত্রী সদর থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পিং ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
What's Your Reaction?