‘সেভেনআপ’-এ জার্মানির রেকর্ড
২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের ঐতিহাসিক সেভেনআপের পরাজয়ের স্মৃতি এখনও ব্রাজিলিয়ানদের মনকে পোড়ায়। এবার সেই একই অজুহাতে বসনিয়া হয়ে পড়ল জার্মানির সেভেনআপের শিকার। সম্প্রতি উয়েফা নেশনস লিগের একটি ম্যাচে বসনিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি।
২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের ঐতিহাসিক সেভেনআপের পরাজয়ের স্মৃতি এখনও ব্রাজিলিয়ানদের মনকে পোড়ায়। এবার সেই একই অজুহাতে বসনিয়া হয়ে পড়ল জার্মানির সেভেনআপের শিকার। সম্প্রতি উয়েফা নেশনস লিগের একটি ম্যাচে বসনিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি।
নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর আগেই গ্রুপ পর্বে শীর্ষস্থানে থাকার লক্ষ্য নিয়ে বসনিয়ার বিপক্ষে মাঠে নামে জার্মানি। এই ম্যাচে জার্মানি দুর্দান্ত খেলেছে এবং ৭-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে। এটি উয়েফা নেশনস লিগের ইতিহাসে সবচেয়ে বড় জয় হিসেবে রেকর্ড করা হয়েছে।
জার্মানির হয়ে জোড়া গোল করেন ফ্লোরিয়ান ভির্টৎস এবং টিম ক্লেইনডিয়েনস্ট। এছাড়া এক গোল করে দলের হয়ে যোগ দেন জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও লেরয় সানে।
ফ্রেইবুর্গের ইউরোপা-পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় মিনিটেই গোল করেন জামাল মুসিয়ালা। ২৩ মিনিটে টিম ক্লেইনডিয়েনস্ট ব্যবধান দ্বিগুণ করেন। গত মাসে এই প্রতিপক্ষের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক গোল করার পর আবার বসনিয়াকে পরাজিত করে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
এই জয়ের ফলে জার্মানি গ্রুপ এ৩-এ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠে আসে, এবং নেদারল্যান্ডসকে ৫ পয়েন্ট ব্যবধানে পিছনে ফেলে দেয়। গ্রুপ পর্বে জার্মানির পরবর্তী ম্যাচটি মঙ্গলবার রাতে হাঙ্গেরির বিপক্ষে।
What's Your Reaction?