প্রতি বছরের মতো এবছরও বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ২০২৪ সালের এই তালিকায় বাংলাদেশের একমাত্র নারী হিসেবে স্থান পেয়েছেন রিক্তা আখতার বানু। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিবিসি এই তালিকা প্রকাশ করেছে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন তিনি। বিবিসি তালিকায় ১০০ নারীকে পাঁচটি বিভাগে বিভক্ত করেছে। এসব বিভাগ হচ্ছে: জলবায়ু কর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি, এবং বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি। এর মধ্যে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের রিক্তা আখতার বানু।
রিক্তা আখতার বানু বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে বাস করেন এবং তিনি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র নার্স।
১৯৯৯ সালে রিক্তার কোলজুড়ে আসে প্রতিবন্ধী কন্যা তানভীন দৃষ্টিমনি (ব্রহ্মপুত্র)। তার প্রতিবন্ধী মেয়ে শিক্ষার জন্য ২০০৭ সালে বিদ্যালয়ে পাঠানো হলেও, মাত্র তিন বছরের মধ্যে স্কুল কর্তৃপক্ষ তাকে বারবার প্রতিবন্ধী হিসেবে তাড়িয়ে দেয়। পরে, বহু চেষ্টা করেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাকে ভর্তি করানো সম্ভব হয়নি। এই অভিজ্ঞতা থেকেই রিক্তা ২০০৯ সালে নিজের জমি বিক্রি করে প্রতিষ্ঠা করেন "রিক্তা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়", যেখানে বর্তমানে প্রায় ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।
প্রতিবন্ধী শিশুদের জন্য তার প্রতিষ্ঠানে গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠানটি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখছে। প্রথমে এটি প্রতিবন্ধী শিশুদের জন্য শুরু হলেও বর্তমানে এটি শারীরিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতার শিকার শিশুদের সেবাও প্রদান করছে।
এছাড়াও, বিবিসির তালিকায় স্থান পাওয়া অন্যান্য নারীদের মধ্যে শান্তিতে নোবেলজয়ী নাদিয়া মুরাদ, নভোচারী সুনীতা উইলিয়ামস, ধর্ষণের শিকার জিসেস পেলিকট, হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন, অলিম্পিক অ্যাথলেট রেবেকা আন্দ্রাদে, সংগীতশিল্পী রে, এবং জলবায়ুকর্মী আদেনিকে ওলাদোসে সহ আরও অনেকে রয়েছেন।