কেমন লাগে হিরোইন? পরীমনিকে শাকিব খান
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন। ভক্তদের কাছেও তিনি সবকিছু খোলামেলাভাবে প্রকাশ করেন, যা তাকে নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে তোলে।পরীমনি ব্যক্তিজীবনে বহুবার প্রেমে জড়িয়েছেন এবং করেছেন একাধিক বিয়ে। সঙ্গী পরিবর্তন নিয়েও নানা সময় সমালোচনায় থাকলেও, এসব নিয়ে তিনি বরাবরই সরাসরি কথা বলেছেন।
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন। ভক্তদের কাছেও তিনি সবকিছু খোলামেলাভাবে প্রকাশ করেন, যা তাকে নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে তোলে।পরীমনি ব্যক্তিজীবনে বহুবার প্রেমে জড়িয়েছেন এবং করেছেন একাধিক বিয়ে। সঙ্গী পরিবর্তন নিয়েও নানা সময় সমালোচনায় থাকলেও, এসব নিয়ে তিনি বরাবরই সরাসরি কথা বলেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জীবনের নানা "প্রথম" অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তার ওই সাক্ষাৎকারের বিস্তারিত উঠে আসে। পরীমনি জানান, জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা যদি দারুণ কিছু হয়, তাহলে সেটি সারাজীবন মনে থাকে। আর খারাপ কিছু হলে সেভাবে আবেগ কাজ করে না।
সাক্ষাৎকারে তার প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয় এবং প্রথম ছবি মুক্তির অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে পরীমনি অকপটে জানান, তার প্রথম ক্রাশ ছিলেন ভারতীয় অভিনেতা রণিত রায়। বিশেষ করে "আদালত" সিরিজের কেডি পাঠক চরিত্রে তার অভিনয় পরীমনির মন কেড়েছিল।
প্রথম প্রেমের প্রসঙ্গে তিনি বলেন, সেটি ঘটেছিল ২০১৪ সালে। তবে তখন তার বয়স কত ছিল, সেই প্রসঙ্গটি তিনি এড়িয়ে যান। সিনেমায় আসার পর প্রেম হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, "ওই সময়ের কাছাকাছিই আরকি।"
তার জীবনের প্রথম আয়ের প্রসঙ্গে পরীমনি জানান, সেটি ছিল ২১ হাজার টাকা।
প্রথম সিনেমা মুক্তির অনুভূতি নিয়ে পরীমনি বলেন, "যখন প্রথম সিনেমা মুক্তি পেল, তখন আউটডোরে শুটিংয়ে ছিলাম। কো-আর্টিস্ট ছিলেন শাকিব খান। সিনেমা মুক্তির দিন তিনি আমাকে মজা করে বললেন, ‘কেমন লাগে, হিরোইন? আজ থেকে তুমি হিরোইন।’"
এ কথা স্মরণ করে তিনি বলেন, "তখন হার্টবিট বেড়ে গিয়েছিল। কবে নিজেকে বড় পর্দায় দেখব, কবে ঢাকায় ফিরে আসব—এই ভাবনাগুলোই মাথায় ঘুরছিল। সবমিলিয়ে সেই সময়ের অনুভূতি ছিল এক ধরনের ভালোলাগা, উত্তেজনা আর নার্ভাসনেস।"
What's Your Reaction?