এবার ব্যক্তিগত ভিডিও ফাঁস হলো আরেক পাকিস্তানি তারকার

একের পর এক একান্ত ব্যক্তিগত ভিডিও ফাঁস হচ্ছে পাকিস্তানি টিকটকারদের। গত মাসের ব্যবধানে দেশটির অন্তত পাঁচজন জনপ্রিয় টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা ঘটেছে। যার ফলে এ নিয়ে তৈরি হয়েছে নানা উদ্বেগ।

Dec 3, 2024 - 09:32
 0  3
এবার ব্যক্তিগত ভিডিও ফাঁস হলো আরেক পাকিস্তানি তারকার

একের পর এক একান্ত ব্যক্তিগত ভিডিও ফাঁস হচ্ছে পাকিস্তানি টিকটকারদের। গত মাসের ব্যবধানে দেশটির অন্তত পাঁচজন জনপ্রিয় টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা ঘটেছে। যার ফলে এ নিয়ে তৈরি হয়েছে নানা উদ্বেগ।

মাথিরা খান, মিনাহিল মালিক, ইমশা রেহমান ও কানওয়াল আফতাবের পর সম্প্রতি আরেক টিকটক তারকা মরিয়ম ফয়সালের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। 

ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মরিয়মের এসব কথিত ছবি এবং ভিডিও এক্স ও হোয়াটসঅ্যাপ গ্রুপে কে বা কারা ছড়িয়ে দিয়েছে। একের পর এক টিকটক তারকার ব্যক্তিগত ছবি প্রকাশ্যে আসার ঘটনায় বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ব্যক্তিগত পরিসরের ছবি প্রকাশ্যে আসায় ভুক্তভোগী টিকটক তারকারা সামাজিকভাবে হেনস্তার মুখে পড়ছেন, মানসিকভাবে ভেঙে পড়ছেন। অনেকে আইনি ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন।

তবে কারা এসব ভিডিও প্রকাশ করছেন, তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে মরিয়ম এখনো কোনো কথা বলেননি।

এর আগে টিকটক তারকা মিনাহিল মালিকের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়েছিল। এরপর আরেক টিকটকার ইমশা রহমান, টিভি উপস্থাপিকা মাথিরা খান এবং টিকটকার কানওয়াল আফতাবেরও ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

পরে মাহিরা খান বলেন, ‘আমার ছবি ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। এটা ন্যক্কারজনক ঘটনা। এটা বন্ধ করা উচিত।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow