চাঁদা না পেয়ে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে

গাজীপুরের কাপাসিয়ায় দাবি করা চাঁদার টাকা না পেয়ে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কৃষক দল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার গত ১৭ দিন ধরে বাড়ি ছাড়া।

Dec 3, 2024 - 10:17
 0  3
চাঁদা না পেয়ে বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে

গাজীপুরের কাপাসিয়ায় দাবি করা চাঁদার টাকা না পেয়ে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কৃষক দল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার গত ১৭ দিন ধরে বাড়ি ছাড়া।

মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শাজাহান সাজু ও তার পরিবার। তিনি কাপাসিয়া টোক ইউনিয়নের বীর উজলী গ্রামের বাসিন্দা। 

সংবাদ সম্মেলনে শাহজাহান সাজু ও তার স্ত্রী অভিযোগ করেন, তারা একটি বাড়ি নির্মাণ করতে গেলে স্থানীয় কৃষক দল নেতা সিদ্দিকুর রহমান মূসা, তারেক, খাইরুল ইসলাম আপন, সুমন মিয়া ও রেজাউলের নেতৃত্বে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবি করা টাকার মধ্যে ৫ লাখ টাকা গত ১৭ নভেম্বর সুমনের নিকট দেওয়া হয়। কিন্তু তারা আরও ৫ লাখ টাকা না দেওয়ায় বাড়িতে এসে হামলা ও ভাঙচুর করে প্রাণনাশের হুমকি দেয়। এতে গত ১৭ দিন ধরে বাড়ি ছেড়ে গাজীপুর শহরে এসে বসবাস করছেন তারা। 

এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি ও আদালতে মামলা দায়ের করেছেন তারা। ভুক্তভোগী শাহজাহান সাজু তার ও পরিবারের নিরাপত্তার দাবি জানান।

সংবাদ সম্মেলনে সাজু আরও জানান, তাদের বাসার সামনে মাদক ব্যবসা ও মাদকের আসরের বিভিন্ন সিসি টিভি ফুটেজ পুলিশকে দেওয়ার কারণে তারা ক্ষীপ্ত হয়ে এইসব ঘটনা ঘটায়।

এ বিষয়ে কৃষক দল নেতা সিদ্দিকুর রহমান মুসা বলেন, আওয়ামী লীগের শাসনামলে শাহজাহান সাজু স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীকে নির্যাতন ও অন্যের জমি দখল করেছে। সাজুর ভাই রফিকের কাছে তিনি টাকা পাওনা আছেন। মূসার সঙ্গে তার কোনো বিরোধ নেই।

এ বিষয়ে অভিযুক্ত তারেক জানান, সাজুর সঙ্গে আমার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এছাড়া ২০১৭ সালে সাজুর নামে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে শাহজাহান সাজুর আনা অভিযোগ সম্পূর্ণ অসত্য বলে তিনি দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow