সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি সর্বত্র, কাকে পাশে পেলেন সামান্থা?
কাজ ও আত্মপ্রেমে মগ্ন রয়েছেন বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এর মধ্যে সাবেক স্বামী নাগা চৈতন্যর দ্বিতীয় বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। তবে, এই সময়ে কাকে পাশে পেলেন অভিনেত্রী?
কাজ ও আত্মপ্রেমে মগ্ন রয়েছেন বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এর মধ্যে সাবেক স্বামী নাগা চৈতন্যর দ্বিতীয় বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। তবে, এই সময়ে কাকে পাশে পেলেন অভিনেত্রী?
সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য চার বছরের দাম্পত্য জীবন কাটানোর পর, দীর্ঘ প্রেমের সম্পর্কের শেষ হয়। সামান্থা বহুবার প্রকাশ্যে বলেছেন, নাগাকে তিনি গভীরভাবে ভালোবাসতেন। কিন্তু তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর, সামাজিক চাপে ক্ষতিগ্রস্ত হন অভিনেত্রী। নাগা নিজের জীবনে নতুন সঙ্গী খুঁজে পেলেও, সামান্থা এখন নিজের কাজ ও আত্মপ্রেমে ডুবে আছেন। সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি ঘিরে, এই সময় পাশে পেয়েছেন নিজের পরিবারকে।
কয়েক মাস আগে, সামান্থার ভাই বিয়ে করেন এবং সেই বিয়েতে সামান্থা পুরো সময়জুড়ে ছিলেন। এবার, তার ভাইয়ের বউ এগিয়ে এসে ননদের জন্য ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন— "ননদেরা পৃথিবীতে আছেন, আমি আমার ননদকে ভালোবাসি," এবং পাল্টা ভালোবাসা পেয়েছেন সামান্থা থেকেও।
এদিকে, নাগা নতুন জীবন শুরু করলেও, সামান্থা এখনও তাদের তিনটি পুরনো ছবি সামাজিক মিডিয়াতে রেখেছেন। ছবি তিনটি ২০১৭ সালের, একটি বিজ্ঞাপন শুটের সময় তোলা, অন্যটি নাগা ও সামান্থার হাত পাশাপাশি রাখা, এবং তৃতীয়টি একটি মঞ্চে তাদের বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে। এছাড়া, সামান্থা তার ইনস্টাগ্রামে ২০১৭ সালের ২৩ নভেম্বর নাগাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি বিয়ের ছবি পোস্ট করেছিলেন, যেখানে লেখা ছিল— "তোমার হৃদয় যা চায়, ঈশ্বর যেন তোমায় তা-ই দেয়।"
এ ছবির জন্য কিছু অনুরাগী সমালোচনা করেছেন, তাদের দাবি, সামান্থাকে এই ছবি সরিয়ে নতুনভাবে এগিয়ে যেতে হবে।
What's Your Reaction?