দ্রুত সিরিয়া ছাড়তে মাঝরাতে ভারতীয়দের নির্দেশ দিল্লির

মধ্যপ্রাচ্যের গাজা যুদ্ধ এবং লেবানন সংকটের পরবর্তীতে নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সিরিয়া। এখানে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের মধ্যে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বাহিনী। এ সংঘর্ষে গৃহযুদ্ধের কারণে একাধিক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Dec 7, 2024 - 07:00
 0  2
দ্রুত সিরিয়া ছাড়তে মাঝরাতে ভারতীয়দের নির্দেশ দিল্লির

মধ্যপ্রাচ্যের গাজা যুদ্ধ এবং লেবানন সংকটের পরবর্তীতে নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সিরিয়া। এখানে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের মধ্যে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বাহিনী। এ সংঘর্ষে গৃহযুদ্ধের কারণে একাধিক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এমন পরিস্থিতিতে, শুক্রবার দিবাগত রাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় একটি জরুরি নির্দেশিকা জারি করেছে। এতে দেশটির নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব সিরিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “যত দ্রুত সম্ভব অসামরিক বিমান নিয়ে সিরিয়া ছাড়ুন। যারা বর্তমানে সেদেশে আছেন এবং ফিরতে পারবেন না, তাদের অনুরোধ করা হচ্ছে যে তারা বাইরে চলাচলের সময় সব সুরক্ষাবিধি মেনে চলুন। যেকোনও প্রয়োজনে ভারতীয় দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করুন।”

সিরিয়ার রাজধানী দামাস্কাসে অবস্থিত ভারতীয় দূতাবাসও এক বিবৃতি দিয়ে জানিয়েছে, “সিরিয়ায় থাকা ভারতীয়দের সাহায্য প্রদানের জন্য ২৪ ঘণ্টার জরুরি নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল +963 993385973 এবং ইমেল আইডি hoc.damascus@mea.gov.in। আমরা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছি।”

এছাড়া, শুক্রবার বিকালে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, “আমরা সিরিয়ার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বর্তমানে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় নাগরিক রয়েছেন, যাদের মধ্যে অনেকেই জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন। তাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য আমাদের দূতাবাস ২৪ ঘণ্টা যোগাযোগ রেখে চলছে।”

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ার বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীরা তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে এবং সরকারি বাহিনী পিছু হটতে বাধ্য হচ্ছে। গত সপ্তাহে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর একটি বড় এলাকা দখল করে নেয়। এরপর তারা হোমস শহরের দিকে অগ্রসর হয়। হামা শহরে, প্রেসিডেন্ট আসাদের বাবা, সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের মূর্তিও ভেঙে দেয় বন্দুকধারীরা।

এছাড়া, নিরাপত্তা বিবেচনায় রাশিয়া ও চীনও তাদের নাগরিকদের দ্রুত সিরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow