সাক্ষাতের পর কারিনার মুখে মোদির ঘুমের সময়কাল জানালেন তিনি
গত ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবর্ষ উপলক্ষে দিল্লিতে রাজ কাপুর চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে গত মঙ্গলবার দিল্লিতে উপস্থিত হন কাপুর পরিবার। উৎসবে উপস্থিত ছিলেন জামাই সাইফ আলি খানও। সেখানেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলাপচারিতার পর মুগ্ধ হন সাইফ।
গত ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবর্ষ উপলক্ষে দিল্লিতে রাজ কাপুর চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে গত মঙ্গলবার দিল্লিতে উপস্থিত হন কাপুর পরিবার। উৎসবে উপস্থিত ছিলেন জামাই সাইফ আলি খানও। সেখানেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আলাপচারিতার পর মুগ্ধ হন সাইফ।
সাইফ আলি খান জানান, মোদির সঙ্গে সাক্ষাৎ করার পর তার কর্মকাণ্ড দেখে তিনি বেশ অবাক হন। রাতের জন্য মাত্র তিন ঘণ্টা ঘুমান মোদি, ভোরে উঠে শুরু করেন যোগব্যায়াম ও ধ্যান। সাইফের ধারণা ছিল, সংসদ থেকে ফিরেই প্রধানমন্ত্রী হয়তো ক্লান্ত, তবে ঘরে প্রবেশ করেই মোদি তাদের মিষ্টি হাসি দিয়ে স্বাগত জানান, যা দেখে সাইফের সকল সংশয় দূর হয়ে যায়।
সাক্ষাৎকারে সাইফ জানতে চান, ‘আপনি বিশ্রাম কখন নেন?’ উত্তরে মোদি জানান, তিনি প্রতিদিন রাতে মাত্র তিন ঘণ্টা ঘুমান।
এছাড়া, সাক্ষাতের সময় সাইফ আলির মা শর্মিলা ঠাকুর, তার ছেলে জেহ এবং তৈমুরের খোঁজ নিয়েছিলেন মোদি। সাইফ বলেন, "প্রধানমন্ত্রী আমাদের পরিবারের প্রতি যে সম্মান প্রদর্শন করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। তিনি আমার ছেলেদের জন্য অটোগ্রাফও দিয়েছেন।"
কাপুর পরিবারের সঙ্গে মোদির কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করেছে নরেন্দ্র মোদীর কার্যালয়। ভিডিওতে সাইফ মোদিকে বলেন, "আপনিই প্রথম প্রধানমন্ত্রী, যার সঙ্গে আমি সাক্ষাৎ করার সুযোগ পেলাম। আপনি ব্যক্তিগতভাবে দারুণ ইতিবাচক মানুষ এবং কঠোর পরিশ্রমী। আপনার কাজের জন্য শুভেচ্ছা রইল।"
মোদির অতিথি আপ্যায়ন নিয়ে সাইফ আলির প্রশংসা শুনে প্রধানমন্ত্রী রসিকতা করে বলেন, "আপনার বাবার (মনসুর আলি খান পতৌদি) সঙ্গে আমি দেখা করেছি, ভাবছিলাম তৃতীয় প্রজন্মের সঙ্গেও দেখা হবে, কিন্তু আপনি তো তৃতীয় প্রজন্মকে নিয়ে আসেননি।" মোদির এই মন্তব্যে সঙ্গে সঙ্গেই কারিনা কাপুর বলেন, "আমি কিন্তু ওদের নিয়ে আসতে চেয়েছিলাম।"
What's Your Reaction?