ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির পদযাত্রা সকালে

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে বিএনপির তিন অঙ্গসংগঠন। রোববার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে।

Dec 8, 2024 - 03:43
 0  3
ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির পদযাত্রা সকালে

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে বিএনপির তিন অঙ্গসংগঠন। রোববার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে।

শনিবার এক বিবৃতিতে জানানো হয়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি নিয়ে তিন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, পদযাত্রা ও স্মারকলিপির পর একই ইস্যুতে ভারতের আগরতলার সীমান্তবর্তী এলাকায় লংমার্চ আয়োজন করা হবে। এই লংমার্চ ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত হওয়ার কথা। সম্ভাব্য তারিখ হিসেবে ১১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে আজ-কালের মধ্যে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা জানিয়েছেন।

তারা আরও জানান, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কথা মাথায় রেখে এই লংমার্চ এর আগেই আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করা হয়েছে।

আজকের পদযাত্রা বিষয়ে বিবৃতিতে বলা হয়, আগরতলায় হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে এই পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হবে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow