গুরুতর অসুস্থ দিলীপ কুমারপত্নী সায়রা বানু

গুরুতর অসুস্থ হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। তার শারীরিক অবস্থা বর্তমানে বেশ সংকটাপন্ন। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং হাঁটুতে দুটি ব্লাড ক্লট ধরা পড়েছে।

Dec 8, 2024 - 06:19
 0  0
গুরুতর অসুস্থ দিলীপ কুমারপত্নী সায়রা বানু

গুরুতর অসুস্থ হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। তার শারীরিক অবস্থা বর্তমানে বেশ সংকটাপন্ন। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং হাঁটুতে দুটি ব্লাড ক্লট ধরা পড়েছে।

সংবাদ প্রতিদিনের তথ্য অনুযায়ী, বেশ কিছু দিন ধরে সায়রা বানুর শারীরিক অবস্থা ভালো ছিল না। বাড়িতে তিনি ঠিকমতো চলাফেরা করতে পারছিলেন না। বর্তমানে তিনি চিকিৎসকদের কড়া নজরদারিতে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। তবে তাকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সায়রা বানু, যিনি দিলীপ কুমারের থেকে ২২ বছর ছোট ছিলেন, বয়সকে একপাশে সরিয়ে দিয়ে দিলীপ কুমারের প্রতি মন ভালো করেছিলেন। তবে প্রথমে দিলীপ কুমার তা টের পাননি। ততদিনে সায়রা বানু বলিউডে শাম্মি কাপুরের বিপরীতে পা রেখেছিলেন। তার মিষ্টি চেহারা নিয়ে বলিউডে নানা আলোচনা হচ্ছিল, যার মধ্যে দিলীপ কুমারেরও চোখ পড়েছিল। সায়রার মিষ্টি স্বভাবেই দিলীপ কুমারের মনও মজেছিল।

জানা গেছে, প্রথম দেখাতেই দিলীপ কুমার সায়রার ভূয়সী প্রশংসা করেছিলেন, যা শুনে সায়রা লজ্জায় লাল হয়ে যান। সেই প্রথম আলাপের পরেই তাদের প্রেমের সূত্রপাত।

১৯৬৬ সালের ১১ অক্টোবর সায়রা বানুর সঙ্গে বিয়ে হয় দিলীপ কুমারের। সায়রার বয়স ছিল ২২, আর দিলীপ কুমারের ৪৪। দিলীপ কুমার তার বায়োগ্রাফিতে লিখেছেন যে, সায়রা গর্ভবতী ছিলেন, তবে সন্তান ধারণের পর সায়রা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাদের সন্তানকে বাঁচাতে পারেননি। এই ঘটনার পরেই দিলীপ কুমার ১৯৮১ সালে দ্বিতীয় বিয়ে করেন, যা দুই বছর পর ভেঙে যায়। পরবর্তীতে দিলীপ কুমার আবার সায়রা বানুর কাছে ফিরে আসেন এবং নিজের বায়োগ্রাফিতে দ্বিতীয় বিয়েকে "জীবনের সবচেয়ে বড় ভুল" বলে উল্লেখ করেন।

এছাড়া, দিলীপ কুমারের সংসারে মন দেওয়ার জন্য সায়রা বানু নিজের ক্যারিয়ার থেকে সরে গিয়েছিলেন। দিলীপ কুমারকে জীবনের মূলমন্ত্র হিসেবে মানতেন তিনি। দিলীপ কুমারের প্রতি তার ভালোবাসা কখনও কমেনি। ২০২১ সালের জুলাই মাসে প্রয়াত হন দিলীপ কুমার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow