মুক্তির অপেক্ষায় রুনা অভিনীত একাধিক সিনেমা
নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ পরিচিতি অর্জন করেছেন অভিনেত্রী রুনা খান। সিনেমার জগতেও তার পদচারণা নতুন নয়। মাঝে নিজের ওজন কমিয়ে খোলামেলা লুকে হাজির হয়ে কিছু বিতর্কের সম্মুখীন হলেও, বেশ কিছুদিন তিনি মিডিয়া থেকে দূরে ছিলেন।
নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ পরিচিতি অর্জন করেছেন অভিনেত্রী রুনা খান। সিনেমার জগতেও তার পদচারণা নতুন নয়। মাঝে নিজের ওজন কমিয়ে খোলামেলা লুকে হাজির হয়ে কিছু বিতর্কের সম্মুখীন হলেও, বেশ কিছুদিন তিনি মিডিয়া থেকে দূরে ছিলেন।
তবে এখন তিনি আবার কাজে ফিরেছেন। সম্প্রতি তিনি ‘লীলামন্থন’ নামে একটি নতুন সিনেমার শুটিং শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। সিনেমাটি নিয়ে রুনা খান বলেন, “এর গল্প এবং চরিত্র আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। এতটাই পছন্দ হয়েছে যে এক বাক্যে কাজটি করতে রাজি হয়ে যাই। চমৎকার এই গল্পে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। আমার বিশ্বাস, দর্শকরা এটি পছন্দ করবেন।”
এছাড়া তিনি আরও কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন, যা মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমান ব্যস্ততা নিয়ে রুনা বলেন, “মাসুদ পথিকের পরিচালনায় নির্মিত ‘বক’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এটি কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’র ছায়া অবলম্বনে তৈরি।
তাছাড়া, সত্য ঘটনার উপর ভিত্তি করে কৌশিক শংকর দাশ পরিচালিত ‘দাফন’ সিনেমার কাজও শেষ করেছি। এছাড়া ‘পাপ কাহিনি’ নামে একটি ওয়েব সিরিজ এবং ‘নীল পদ্ম’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজ করেছি। সবগুলোই সময়মতো মুক্তি পাবে।”
What's Your Reaction?