স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের গণতন্ত্র রক্ষায় মাওলানা ভাসানীর অবদান স্মরণীয়: তারেক রহমান

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ। এ উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে তিনি বলেন, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভাসানীর অবদান স্মরণীয়। বুধবার (১১ ডিসেম্বর) তিনি এই বাণী দেন।

Dec 12, 2024 - 04:18
 0  3
স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের গণতন্ত্র রক্ষায় মাওলানা ভাসানীর অবদান স্মরণীয়: তারেক রহমান

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ। এ উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে তিনি বলেন, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভাসানীর অবদান স্মরণীয়। বুধবার (১১ ডিসেম্বর) তিনি এই বাণী দেন।

তারেক রহমান বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা পরবর্তী দেশে সকল স্বৈরশাসকের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখেছেন তিনি। দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক মজলুম জননেতা ভাসানীর অবদান নিঃসন্দেহে স্মরণীয়।

তিনি বলেন, রাজনৈতিক জীবনে তিনি (ভাসানী) আজীবন শোষিতের পক্ষ নিয়ে শোষকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন অক্লান্তভাবে। তিনি নিপীড়িত-নির্যাতিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকল সময় থেকেছেন আপসহীন নেতৃত্বের ভূমিকায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ ও জনগণের জন্য নিবেদিতপ্রাণ ভাসানীর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা আমাদেরকে চিরদিন একটি শক্তিশালী এবং আত্মনির্ভশীল দেশ ও সমাজ বিনির্মাণে প্রেরণা এবং উৎসাহ জোগাবে। তার দেখানো পথ ধরে চলতে পারলেই বহুদলীয় গণতন্ত্রের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে কোনো কঠিন বাধাই পথ আটকাতে পারবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow