আন্দোলনকারীদের ওপর হামলার নেতৃত্ব দিলেন রিভা

জুলাই-আগস্টে ঘটে যাওয়া অভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেফতার করা হয়েছে।

Dec 17, 2024 - 06:35
 0  1
আন্দোলনকারীদের ওপর হামলার নেতৃত্ব দিলেন রিভা

জুলাই-আগস্টে ঘটে যাওয়া অভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন, চাঁদাবাজি ও অন্যান্য গুরুতর অভিযোগ রয়েছে। রোববার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়, এবং আদালত তাকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

চলতি বছরের জুলাই মাসে কোটাবিরোধী আন্দোলন শুরু হলে, ইডেন কলেজের হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দিতে রিভার অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা হস্তক্ষেপ করেন। ১৫ জুলাই বিভিন্ন হলে আন্দোলনকারীরা হামলার শিকার হন। হামলার নেতৃত্বে ছিলেন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, ছাত্রলীগ নেত্রী আয়শা ইসলাম মীম, কল্পনা ও জেরিন আক্তারসহ ৪০-৫০ জন নেতাকর্মী।

ভুক্তভোগী সায়মা আফরোজ জানিয়েছেন, “ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করতে বাধা দিয়েছিল। আমরা তা সত্ত্বেও মিছিল শুরু করলে, বকুলতলায় হামলা করা হয়। হামলার পরও আমরা দমে যাইনি।” হামলায় আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। হামলার সময় কলেজের শিক্ষকরা উপস্থিত থাকলেও ছাত্রলীগের হামলা ঠেকাতে কোনো পদক্ষেপ নেননি, এমনটাও জানান ভুক্তভোগীরা।

রিভার বিরুদ্ধে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। বিশেষত, যারা ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নিতেন না, তাদের ওপর তিনি নির্যাতন চালাতেন। এছাড়া, ভুক্তভোগী শিক্ষার্থীদের বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকিও দেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। হল ক্যান্টিন, ইন্টারনেট কোম্পানি ও কলেজের ফুটপাতের দোকান থেকেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সূত্রের তথ্যমতে, ২০২২ সালের আগস্ট মাসে রিভার নেতৃত্বে প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। এর মধ্যে ছিল ওয়াইফাই প্রোভাইডার, কলেজ ক্যান্টিন ও হলের দোকানগুলো থেকে চাঁদা আদায়।

ইডেন কলেজ ছাত্র ফ্রন্টের সভাপতি শাহিনুর সুমি বলেন, “আমরা বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচি করেছি, তখন রিভার নেতৃত্বে হামলার শিকার হয়েছি। হলের সিট নিয়ে আমাকে হুমকি দেয়া হয়েছিল। ১৫ জুলাই হামলার পর আমি প্রায় ৩৫ মিনিট অচেতন ছিলাম। সিট বাণিজ্যের সঙ্গে রিভা জড়িত ছিল, কলেজের হোস্টেলের এগারো তলার সব সিট সে নিয়ন্ত্রণ করত।”

এই ঘটনায় তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow