ইসরাইলি বর্বর হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। দেশটির বর্বর হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Dec 12, 2024 - 04:37
 0  2
ইসরাইলি বর্বর হামলায়  আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। দেশটির বর্বর হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) আনাদোলুর প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ইসরাইলি বোমায় আহত হয়েছেন ৬৯ জন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮০৫ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলি বাহিনীর নিরলস হামলায় এ পর্যন্ত এক লাখ ৬ হাজার ২৫৭ ফিলিস্তিনি আহত হয়েছেন।

বুধবার হামলার পর অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা যেতে না পারায় স্থানীয় লোকজন ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরাইলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরাইলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরাইলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow