সিরিয়ায় বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়েছে ইসরায়েল

সিরিয়ায় কৌশলগত বিভিন্ন টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাত পর্যন্ত চলে তেলআবিবের এ অভিযান। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Dec 14, 2024 - 06:11
 0  6
সিরিয়ায় বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়েছে ইসরায়েল

সিরিয়ায় কৌশলগত বিভিন্ন টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাত পর্যন্ত চলে তেলআবিবের এ অভিযান। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রাজধানী ও আশপাশের এলাকাগুলোয় জোরদার করা হয়েছে হামলা। সিরিজ বিস্ফোরণ হয়েছে দামেস্কে। আক্রান্ত সিরীয় সেনাবাহিনীর ঘাঁটি। শুক্রবার দেশটির বাফার জোনে অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ।

তেলআবিবের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় প্রতিরক্ষামূলক মিশন পরিচালনা করছে তারা। কৌশলগত বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অস্ত্রসজ্জিত সেনা। পৌঁছে দেয়া হয়েছে অ্যান্টি ট্যাংক মিসাইল ব্যবস্থা, মিলিটারি ভেস্ট, গোলাবারুদসহ প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম।

বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের ‘ঝোড়ো’ অভিযানে গত রোববার (৮ ডিসেম্বর) বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। আসাদ পালিয়ে মিত্র দেশ রাশিয়ায় আশ্রয় নেন। বাবা হাফিজ আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে টানা ৫৩ বছর সিরিয়া শাসন করেছেন। সর্বশেষ ২৪ বছর ক্ষমতায় ছিলেন বাশার।

এর মাধ্যমে দেশটির ১৩ বছরের গৃহযুদ্ধ ও আসাদ পরিবারের ছয় দশকের স্বৈরশাসনের অবসান হয়। সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তনকে মধ্যপ্রাচ্যের মোড় ঘোরানো ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow