আল্লুকে নিয়ে চুপ থাকলেও শেষমেশ মুখ খুললেন রাশমিকা
ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা-২ দেখতে গিয়ে পদদলিত হয়ে একজন সিনেমাপ্রেমীর মৃত্যু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এ ছবির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করে পুলিশ।
ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা-২ দেখতে গিয়ে পদদলিত হয়ে একজন সিনেমাপ্রেমীর মৃত্যু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এ ছবির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই চারদিকে আলোচনার ঝড় ওঠে। অবশেষে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন তেলেঙ্গানা হাইকোর্ট। এ দক্ষিণী অভিনেতাকে গ্রেফতার করায় ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। যদিও এ অভিনেত্রী আল্লু অর্জুনের গ্রেফতারের পর নীরব ছিলেন।
অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন— এসব কী দেখছি আমি? যেন বিশ্বাস করতে পারছি না। যে ঘটনা সেদিন ঘটেছিল, তা সত্যিই বেদনাদায়ক। যদিও এটা দেখে খারাপ লাগছে— কীভাবে সব দোষ একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। দুটি ঘটনায় আমি মর্মাহত।
এর আগে গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ করেছিল হায়দরাবাদ পুলিশ। ফলে অভিনেতা আল্লু অর্জুনকে গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। আল্লুসহ সাতজনের বিরুদ্ধে সেই অভিযোগ করা হয়। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। পরে সবাইকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট।
What's Your Reaction?