ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ২০০ জন ছাড়িয়ে গেছে। এছাড়া, হামলায় আহত হয়েছেন অন্তত এক লাখ ফিলিস্তিনি। রোববার (২৪ নভেম্বর) আনাদোলু বার্তাসংস্থা এই তথ্য জানিয়েছে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আরও ৩৫ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এখনও গাজা উপত্যকায় ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও, ইসরায়েল গাজায় তার বর্বর হামলা অব্যাহত রেখেছে। ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় বিমান ও স্থল হামলা চালাচ্ছে, যার ফলে হাসপাতাল, স্কুল, মসজিদ, শরণার্থী শিবিরসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে। প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
জাতিসংঘের মতে, ইসরায়েলি হামলার ফলে গাজার ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য, পানির অভাবে তারা বিপদে পড়েছে। গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।