‘স্বামীর প্রতি টান অনুভব করি না’

'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিক থেকে সরে গেলেন বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী অন্তঃসত্ত্বা মানসী সেনগুপ্ত। হাইরিস্ক প্রেগন্যান্সির কারণে  ধারাবাহিক নিম ফুলের মধু থেকেও দূরে সরে গেছেন তিনি। 

Dec 14, 2024 - 10:45
 0  4
‘স্বামীর প্রতি টান অনুভব করি না’

'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিক থেকে সরে গেলেন বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী অন্তঃসত্ত্বা মানসী সেনগুপ্ত। হাইরিস্ক প্রেগন্যান্সির কারণে  ধারাবাহিক নিম ফুলের মধু থেকেও দূরে সরে গেছেন তিনি। 

আনন্দবাজার সূত্রে জানা গেছে, অভিনেত্রী মানসী সেনগুপ্ত আপাতত বিশ্রামে রয়েছেন। তাই সহসাই শুটিং সেটে ফিরবেন না তিনি? কদিন আগেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ পেয়েছে। সে কারণে বর্তমানে প্রচারচলতি দুটি ধারাবাহিকে কাজ করছেন তিনি। নিম ফুলের মধুর পাশাপাশি সদ্য যোগ দেন 'কোন গোপনে মন ভেসেছে' টিমে। 

এদিকে হাইরিস্ক প্রেগন্যান্সি থাকায় সপ্তাহখানেক আগেই শুটিং ফ্লোর থেকে সোজা হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে। সেখান থেকে আপাতত নিজের বাড়িতেই পূর্ণ বিশ্রামে রয়েছেন মানসী। 

ইতোমধ্যে কেটে গেছে প্রেগন্যান্সির ছয় মাস। সন্তান প্রসবের আগে সেটে কি ফিরবেন আর? কারণ অনেক দিন ধরেই নিম ফুলের মধু থেকে গায়েব মানসীর চরিত্র ‘মৌমিতা’। আর 'কোন গোপনে মন ভেসেছে'-তে মানসী অভিনীত চরিত্র ‘অহনা’কেও জেলে পাঠানো হয়েছে। তা হলে কি আর সেটে ফিরছেন না মানসী? 

জানা যাচ্ছে, আপাতত আর কোনো মেগাতেই দেখা যাবে না তাকে। তবে মা হওয়ার এক মাসের মধ্যেই আবার কাজে ফিরবেন মানসী। আসলে অভিনেত্রীকে আগেই তার ডাক্তার জানিয়েছিলেন— তার হাইরিস্ক প্রেগন্যান্সি। তবে সব সাবধানতা নিয়েই শুটিং চালিয়ে যাচ্ছিলেন। 

কাজ-পাগল মানসীকে এ নিয়ে মশকরা করে বলতে শোনা গিয়েছিল— তার ইচ্ছে ছিল সোজা সেট থেকে হাসপাতালে পৌঁছবেন। তবে অসুস্থতায় আর তা হচ্ছে না। 

কদিন আগে এই দুটি ছবি শেয়ার করে মা হতে চলার খবর শেয়ার করে নিয়েছিলেন মানসী সেনগুপ্ত। সেই প্রথম বেবিবাম্পে তিনি আসেন সামনে। যদিও ক্যাপশনে সেভাবে কিছুই লেখেননি, ছিল ইভিল আই, হার্ট ও হাত জোড় করার ইমোটিকন। এর কিছু দিন পরেই হাসপাতালে যেতে হয় তাকে। সেই সময় লাইভে এসে জানান, শুটিং ফ্লোর থেকে সোজা হাসপাতাল। এটা প্রেগন্যান্সির অংশ, ঠিক আছে। এটা নিয়ে চিন্তিত অবশ্যই, তবে ভাবতে চাইছি না। কারণ আমার আরও প্যালপিটেশন হচ্ছে। 

মানসীর এটি দ্বিতীয় সন্তান আসছে। এক কন্যাসন্তানের মা তিনি। প্রথমবারের মতো হাই রিস্ক প্রেগন্যান্সি ছিল তার। এমনকি প্রি ম্যাচিওর কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন তিনি সেই সময়। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের সঙ্গে রিল হোক বা মজার মজার মুহূর্ত হামেশই শেয়ার করে নেন তিনি। সুপার হিট মা মেয়ের জুটি। 

কয়েক বছর আগেও ইন্ডাস্ট্রির মধ্যে রটেছিল— মানসী আর তার স্বামীর বিচ্ছেদের খবর। এমনকি তার আভাস দিয়েছিলেন তিনি নিজেই দিদি নম্বর ১ শোতে এসে। সেই সময় শুটের জন্য মানসী ছিলেন মুম্বাইতে। অভিনেত্রীর দাবি ছিল, দূরত্বই নাকি তার সংসার ভাঙার কারণ। 

সেই সময় রচনা বন্দ্যোপাধ্যায়ের রিয়েলিটি শো দিদি নম্বর ১-এ এসে মানসী জানান, ‘স্বামীর প্রতি টান অনুভব করি না’। মুম্বাইতে তাকে দেখা যায় বান্নি চাও হোম ডেলিভারিতে, যা ছিল বাংলার খুকুমণি হোম ডেলিভারির রিমেক। কাজ করেন মো সে ছল কিয়া যায়ে নামে একটি ধারাবাহিকেও। 

এই দুটি ধারাবাহিকে কাজ করার সময় মেয়েকে নিজের বোনেদের কাছেই রেখে গিয়েছিলেন তিনি। আপাতত মনে করা হচ্ছে, মানসী কলকাতায় ফিরে আসতেই, জোড়া লাগে ভাঙা সম্পর্ক। তবে বিবাহিত জীবন নিয়ে আর কখনো প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি তাকে। 

নিম ফুলের মধুতে কাজ করার আগে 'কী করে বলব তোমায়' ধারাবাহিকের খলনায়িকা পায়েল সেনের চরিত্রে দেখা যায় মানসীকে। কাজ করেছেন কাটাকুটি নামে একটি ওয়েব সিরিজেও। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow