জন্মদিনে বিশেষ কেক কাটলেন জিৎ, বাংলাদেশ থেকেও এল শুভেচ্ছাবার্তা
টালিউড অভিনেতা জিতের সঙ্গেই আগামী ছবির কাজ শুরু করবেন নির্মাতা শ্যামসুন্দর দে। যৌথ প্রযোজনার এ ছবিতে আছেন ঢালিউড নির্মাতা রায়হান রাফী। জিতের জন্মদিনে সেই খবরে খুশি জিতের ভক্ত-অনুরাগীরা।
টালিউড অভিনেতা জিতের সঙ্গেই আগামী ছবির কাজ শুরু করবেন নির্মাতা শ্যামসুন্দর দে। যৌথ প্রযোজনার এ ছবিতে আছেন ঢালিউড নির্মাতা রায়হান রাফী। জিতের জন্মদিনে সেই খবরে খুশি জিতের ভক্ত-অনুরাগীরা।
প্রতিবেশী দেশের পরিস্থিতি উত্তপ্ত। ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে, তা নিয়ে উদ্বিগ্ন দুই দেশের মানুষ। উদ্বিগ্ন দুই বাংলার শিল্পীরাও। এরই মধ্যে ৩০ নভেম্বর নায়ক জিতের জন্মদিনে এলো সুখবর। এ দেশের মতো ওপার বাংলাতেও তার অজস্র অনুরাগী। বাংলাদেশের দর্শক তার প্রতীক্ষায়। কবে তিনি সে দেশে যাবেন, ছবিতে অভিনয় করবেন। তাদের সেই ইচ্ছা জিৎ পূরণ করবেন— এ খবর জানাল আনন্দবাজার।
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলাদেশের নির্মাতা রায়হান রাফীর ‘লায়ন’ ছবির তিনিই নায়ক। সেই খবরে সিলমোহর দিয়েছিলেন ছবির কলকাতার প্রযোজক শ্যামসুন্দর দে। গতকাল শনিবার নায়কের জন্মদিনে তিনি একটি কেক উপহার দিয়েছেন। সাধারণ কেক নয়, বরং সেই কেক বহন করেছে বিশেষ বার্তা।
চকোলেট কেকের গায়ে উজ্জ্বল এক সিংহের মুখ! মাথায় সোনালি মুকুট। প্রযোজক জানিয়েছেন, কেক দেখে দারুণ খুশি নায়ক। কেটে সঙ্গে সঙ্গে তাতে কামড় বসিয়েছেন তিনি।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘লায়ন’-এর জন্য বিশেষভাবে তৈরি এই কেক। প্রযোজক জানিয়েছেন, একা আমি নই, বাংলাদেশ থেকে রায়হানও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জিৎ দাকে। এ বিষয়ে ফোনে প্রতি দিন ছবি নিয়ে আলোচনা হচ্ছে তাদের। শ্যামসুন্দর দে বলেন, ছবিতে জাহাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটির কারণেই ছবিটি তৈরি হতে একটু সময় লাগছে। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও জটিল। প্রযোজকের আশা— নতুন বছরে সব সমস্যা মিটে যাবে। তিনিও ‘লায়ন’কে শুটিং ফ্লোরে পৌঁছে দিতে পারবেন।
What's Your Reaction?