৩২ কেজির দাতিনা কোরাল ধরা পড়লো সুন্দরবনে, দাম উঠেছে তিন লাখ

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাটলু নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের দাতিনা কোরাল মাছ। নিলামে মাছটির দাম উঠেছে তিন লাখ ১০ হাজার টাকা। তবে এই টাকায় জেলেরা বিক্রি করতে রাজি হননি।

Dec 14, 2024 - 10:56
 0  8
৩২ কেজির দাতিনা কোরাল ধরা পড়লো  সুন্দরবনে, দাম উঠেছে তিন লাখ

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাটলু নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের দাতিনা কোরাল মাছ। নিলামে মাছটির দাম উঠেছে তিন লাখ ১০ হাজার টাকা। তবে এই টাকায় জেলেরা বিক্রি করতে রাজি হননি।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর থেকে দ্বীপ ইউনিয়ন গাবুরার নাপিতখালি গ্রামে মাছটি নিয়ে দরকষাকষি চলে।

জানা যায়, গাবুরার নাপিতখালি গ্রামের সাত জেলে সুন্দরবনে মাছ ধরতে যান। গত বৃহস্পতিবার তাদের জালে মাছটি ধরা পড়ে।

মাছটির সর্বোচ্চ নিলামে ডাক দেয়া উপকূলের মাছ ব্যবসায়ী বক্কার আলী জানান, মাছটির নাম দাতিনা কোরাল। বিভিন্ন ক্রেতারা এসেছেন। নিলামে আমি তিন লাখ ১০ হাজার টাকা বলেছি যেটা সর্বোচ্চ। তবুও জেলেরা দিতে রাজি হয়নি। 

তিনি বলেন, মাছটি পুরুষ হলে এর দাম ৮ লাখ টাকা দিয়ে নিবো। মায়া মাছ হলে তিন লাখ। আমি কেটে নেবো। তবুও রাজি হচ্ছে না জেলেরা। এখনও অমিসাংসিত অবস্থায় রয়েছে। জেলেরা কোনো দাম বলছে না সেটা জানিনা। 

এই মাছ দামি হওয়ার বিষয়ে এই ব্যবসায়ী বলেন, এই মাছের ফুলকা বিদেশে রফতানি হয়। বিদেশিরা সুপ তৈরী করে যেটি খুব জনপ্রিয়। জাপান, সুইজারল্যান্ড, চীন ও ভারতসহ বিভিন্ন দেশে রফতানি হয় এই মাছের ফুলকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow