মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট কেন ভাড়া দিলেন মাধুরী?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত বর্তমানে খুব বেশি সিনেমায় অভিনয় করছেন না এবং রিয়্যালিটি শো-এর বিচারক হিসেবেও তাকে আর দেখা যায় না। তাই এখন সময় বেশিরভাগই তিনি ঘরেই কাটাচ্ছেন।

Dec 18, 2024 - 10:08
 0  4
মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট কেন ভাড়া দিলেন মাধুরী?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত বর্তমানে খুব বেশি সিনেমায় অভিনয় করছেন না এবং রিয়্যালিটি শো-এর বিচারক হিসেবেও তাকে আর দেখা যায় না। তাই এখন সময় বেশিরভাগই তিনি ঘরেই কাটাচ্ছেন।

২০২২ সালে মাধুরী দীক্ষিত মুম্বাইয়ের লোয়ার পারেলের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। ওই অ্যাপার্টমেন্টটি কেনার জন্য প্রায় ৪৮ কোটি টাকা খরচ করেন অভিনেত্রী। ৫৩ তলায় ৫৩৮৪ বর্গফুট পরিসরে বিস্তৃত এই অ্যাপার্টমেন্ট থেকে মুম্বাই শহরের অসাধারণ দৃশ্য দেখা যায়। এছাড়াও, তিনি সেখানে সাতটি গাড়ি পার্কিংয়ের জায়গাও বুকিং করেছেন।

এদিকে, সম্প্রতি মাধুরী দীক্ষিত মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমে একটি অফিস ভাড়া দিয়েছেন। বলিউডের অনেক সেলিব্রিটি এই বছর তাদের অ্যাপার্টমেন্ট বা অফিস স্পেস ভাড়া দিয়েছেন এবং এবার সেই তালিকায় যুক্ত হলেন মাধুরীও। 

অভিনেত্রী তার আন্ধেরির ১৫৯৪.২৪ বর্গফুট অফিস স্পেস একটি প্রাইভেট কোম্পানিকে ভাড়া দিয়েছেন। এই অফিস ভাড়ার জন্য প্রায় ৯ লাখ টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে নেওয়া হয়েছে। প্রথম বছরের জন্য মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৩ লাখ টাকা, তবে দ্বিতীয় বছর থেকে এটি বাড়িয়ে ৩ লাখ ১৫ হাজার টাকা করা হবে।

এছাড়া, শাহিদ কাপুরও তার মুম্বাইয়ের ওরলিতে প্রতি মাসে ২০ লাখ টাকায় তার অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow