আসিফের গানের মডেল ‘ভাইরাল ফারজানা সিঁথি’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইটি ঘটনায় ভাইরাল হওয়া ফারজানা সিঁথি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গানের মিউজিক ভিডিওতে মডেল হচ্ছেন। যেখানে তার বিপরীতে রয়েছেন শেখ সাদী।

Nov 17, 2024 - 11:53
Nov 17, 2024 - 11:56
 0  6
আসিফের গানের মডেল ‘ভাইরাল ফারজানা সিঁথি’
আসিফের গানের মডেল হচ্ছেন ভাইরাল সিঁথি/কোলাজ

আসিফ-আকবরের-সঙ্গে-এই-গানে-কণ্ঠ-দিয়েছেন-মুম্বাইয়ের-নিকিতা-গান্ধী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইটি ঘটনায় ভাইরাল হওয়া ফারজানা সিঁথি জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গানের মিউজিক ভিডিওতে মডেল হচ্ছেন। যেখানে তার বিপরীতে রয়েছেন শেখ সাদী।

মঙ্গলবার (১২ নভেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন আসিফ আকবর।

ফারজানা সিঁথি আন্দোলনে দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন তোলার জন্য তার প্রতিবাদী রূপের প্রশংসা করেন অনেকে। এরপর আগস্ট মাসের মাঝামাঝি সময়ে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়েও ফের আলোচনায় আসেন সিঁথি। সেই ঘটনায় দুঃখও প্রকাশ করেছিলেন তিনি।

আসিফ আকবরের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী। গানের কথাগুলো এমন- “ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এ পৃথিবী, তুমি ছাড়া আজ সব অচেনা।” 

এ বিষয়ে আসিফ আকবর বলেন, “মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে।গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচ মাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।”

তিনি বলেন, “নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন্যা ফারজানা সিঁথি ও তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুরে। ভিডিও পরিচালনা করবেন স্নেহের সৌমিত্র ঘোষ ইমন। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ।”

এদিকে ফেসবুকে সিঁথির সঙ্গে ছবি পোস্ট করার পর নেটিজেনদেরও নানা মন্তব্যে বিদ্ধ হচ্ছেন আসিফ। সেসবের দারুণ কিছু জবাবও দিয়েছেন তিনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow